আমাদের কথা খুঁজে নিন

   

অবস্থা ভাল না



আজকাল আমার দেশে যা অবস্থা তাতে এই পড়ালেখার সময় যদি কাজ সুরু না করি তাহ্লে চলাই দায় হয়ে দারাবে কিছুদিনের মধ্যে। তাই সারাদিন ভাবি যে কি করবো। আইডিয়া তো কম আসেনা মাথায়। কিন্তু ধরে রাখতে পারিনা। কোথা থেকে আসে,আর কোথায় যে হা্রিয়ে যায় বুঝেই পাইনা।

এই বুঝি ধরব ধরবো, ঠিক সেই মুহুরতেই আজব সব কাজ মাথার মধ্যে আসে,আর আমার সব প্লান আকাশে বাতাশে উরতে উরতে কোথায় যে চলে যায়.। যাই হোক কিছু ত করতে হবে তাইনা? তাই নিজেকে ছরানো শুরু করলাম, দেখি কতদুর যাওয়া যায় আর কি কি করা যায়। অনেক সময় ভাবি এই দেশে কি থাকবো নাকি বাইরেই চলে যাবো,আবার ভাবি নাহ যাবোনা,এই দেশের অনেক কিছু করতে হবে,আর যদি দেশ প্রেমের কথা নাই বলি তাহলে অন্ততপক্ষে নিজের কথা ভেবেই দেশে থাকতে হবে। যে জমিতে কিছুই করা নেই সেই জমিতেই বাড়ি করা যায়। আমার এই দেশে অনেক কিছুই বাকি আছে যা আমার আপনার করতে হবে।

আজ থেকে আমার যাত্রা শুরু,হে আল্লাহ সহায় থেকো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।