আমাদের কথা খুঁজে নিন

   

গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি হবে ১৫০০ মেগাওয়াট

আমার ভুবনে আপনাকে স্বাগতম

এবারের গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের ঘাটতি দাঁড়াবে এক হাজার ৫০০ মেগাওয়াট। ফেব্রুয়ারিতে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা পাঁচ হাজার ৬০০ মেগাওয়াট। গ্যাস-সংকট অব্যাহত থাকায় এই সময় গড় বিদ্যুৎ উৎপাদন হবে তিন হাজার ৮০০ থেকে চার হাজার মেগাওয়াট। দেশে এখন পর্যন্ত আবিষ্কৃত ২৩টি গ্যাস ফিল্ডের মধ্যে বর্তমানে ১৭টি থেকে গ্যাস উৎপাদন করা হচ্ছে। এসব গ্যাস ফিল্ডের মোট উৎপাদন ক্ষমতা দৈনিক দুই হাজার মিলিয়ন ঘনফুট। বিগত কয়েক বছরে দেশে গ্যাসের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এখন দেশে গ্যাসের দৈনিক চাহিদা আড়াই হাজার মিলিয়ন ঘনফুট। এ হিসাবে দৈনিক গ্যাসের ঘাটতি ৫০০ মিলিয়ন ঘনফুট। নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সরকারি নির্দেশের আগে যেসব গ্রাহক চাহিদা মোতাবেক অর্থ (ডিমান্ডনোট) পরিশোধ করেছে, শুধু তাঁদের সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে সংযোগ দেওয়া হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।