আমাদের কথা খুঁজে নিন

   

ভাল থেকো আড়িয়ল বিল

সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা

রক্ত যেভাবে মিশে থাকে শরীরময়, গভীর মমতায় তুমিও সেভাবে মিশে আছো আমাদের সত্তায় প্রথম প্রেমের গভীর উপলব্ধিতে চঞ্চল দুটি মন তুমি আর আমরা সেই গভীর মমতায় হয়েছি আপন। তোমার বুকে তো কৃত্তিনাশা পদ্মা সচল ছিল একদিন এখনো তোমর পা ধোয়ায় শোধ করতে সেই ঋণ তারপর কতকত যুগ অন্ন যুগিয়ে হয়েছো অন্ন দাতা হয়েছো গরবিনী, জননীর মতো বিক্রমপুরের মাতা। তোমার সুফলা বুকে দিগন্ত জাড়া সুবজ ধান কৃষাণীর ঠোঁটে হাসি ফোটে, কৃষকের কণ্ঠে গান হিজলের ডালে খুশি মাছরাঙা, আকাশে ভূবন চিল হাজারো পাখির কলরবে অনন্য তুমি আড়িয়ল বিল। চাঁদের মায়ার ঝিলমিল করে তোমর শত পুকুর তোমার রূপ বদলে বদলে যায় বিকেল থেকে দুপুর সেই বদলে হাসিখুশি ভরা ছিল এতোটা কাল হঠাৎ করই উঠলো ঝড়, ভেঙ্গেচুরে সব বেসামাল। এতোকাল যারা তোমার অন্ন খেয়ে হয়েছে সবল তোমার দুঃখের দিনে তারা না ফেলে চোখের জল লক্ষ হাত মুঠোবদ্ধ করে, নেমেছিল জীবনবাজি সংগ্রামে সন্তান এবার বাঁচালো মাকে, ভালোথেকো নিজ নামে। লেখার তারিখ: ১০-০২-২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।