আমাদের কথা খুঁজে নিন

   

কিছু পরিচিত সুর



তার কষ্ট বাজে সু্উচ্চ শহরে তার কষ্ট বাজে নিদারুণ ছাপোষা নাগরিক বেশভুষায়, ভেতরে ভিত গড়া অগভীর চাটুকারের বিদ্রুপে কোন বিষাদের গানের মত তার কষ্ট পড়ে থাকে অন্তরায়। শাদা আর অথৈ কষ্টের কি রং পরিমাপ হয়? নইলে বেচে দেওয়া যেত সের দরে, নইলে কালো রাস্তায় শাদার শুভ্রতা যেত রাখা তার কষ্ট তাই যত্নে থেকেও মরচে ধরা বাদ্যযন্ত্র খুব দামী আর খুব অপ্রিয়। তার কর্কশ, বিষণ্নতার আরো এক কলস সুর ধাওয়া করে নিয়ে যেতে হয় নদীর প্রান্তে যে নদীর প্রান্তে তার বাসা, যে নদীর পানি তার মনের কান্নাজল, তাতে সুরগুলো ভেসে যায় ধীরে ধীরে তার কষ্ট তাকে এনে দেয় একটি স্মিত হাসি তার সুউচ্চ শহরে সে হেসে ওঠে, ভালো থাকায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।