আমাদের কথা খুঁজে নিন

   

টেঁকি নন টেঁকি যারাই পারেন হেল্পান!

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......

নিন্মোক্ত বিষয়গুলি শিখতে চাই। এই জন্য নির্ভরযোগ্য সফটওয়্যার থাকলে জানাবেন। আমি অনেক গুলোই নামাইছি। কিন্তু কুল পাচ্ছিনা। কিভাবে শুরু করব বুঝা মুশকিল।

আমি নিজে নিজে শিখতে চাচ্ছি। কিভাবে তা সহজ হতে পারে এই বিসয়ে কোন মুল্যবান মতামত থাকলে অবশ্যই একটু কষ্ট করে টাইপ করবেন। ১। ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছি। বিশেষ করে ডাইনামিক ওয়েব সাইট(পিএইচপি) কিভাবে কোন সফট দিয়ে সহজে বানানো যায়।

কোন সফট বা লিঙ্ক থাকলে দিবেন। বা কোডিং শেখার সহজ উপায় থাকলে তাও জানান। ২। এনিমেশন বানানোর জন্য কোন সফট বেশী কাজের হতে পারে। কিভাবে নিজে নিজে অল্প দিনে আয়ত্ত করতে পারব? কোন সফট বা লিঙ্ক থাকলে দিবেন।

৩। ওয়ার্ডপ্রেস শিখতে হলে কি করতে হবে! আর এটাও বলবেন প্লিজ কতদিন লাগতে পারে মোটামুটি কাজ চালানোর জন্য নলেজ নিতে। আমি কিছু কিছু জিনিস হাল্কা পাতলা জানি। কিন্তু কোন দিক দিয়ে শুরু করবও তাই তো বুঝতেছি না। টেঁকি ভাইরা যদি হেল্প করেন তাহলে বেশী দিন লাগবে না বোধ করি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।