আমাদের কথা খুঁজে নিন

   

সামুর পরিবেশ সুন্দর করতে ,,,,, এবং আরও শক্তিশালী করতে ..

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)
এনটিভিতে শরৎ দাদা , আইরিন সুলতানা আপুর এবং আরও ২জন ব্লগারের সাক্ষাতকার শুনলাম ...... তাদের কথা শুনে আমার ও কিছু বলতে ইচ্ছে করলো...... আমাদের সামু ব্লগের পরিবেশের উন্নয়ন প্রসঙ্গে ..... ব্লগ এখন একটি শক্তিশালী গনমাধ্যম হিসেবে পরিচিতি লাভ করছে । আর আমরা যদি এই বিষয়টা নিয়ে মাঝে মাঝে এমন আলোচনা , আড্ডা, ভ্রমণ ,সামাজিক কর্মকান্ড ,,ইত্যাদির আয়োজনের মাধ্যমে ব্লগটাকে মানুষের মাঝে আরও পরিচিত করে তুলতে পারি । চাকুরিজীবী মানুষ গুলো অবসরে ,, যুবক ছেলে মেয়ে বা স্টুডেন্ট যারা তারা পড়াশোনার ফাঁকে ,, মহিলারা গৃহস্থালীর কাজের পাশাপাশি ব্লগিং করে সময় কাটাতে পারে, বিভিন্ন ইস্যুতে মতামত দিতে পারে ,এমন কি শিখতে পারে অনেক কিছু । তবে তার জন্য ব্লগ মডারেটর যারা তাদেরও দৃষ্টিপাত করতে হবে ব্লগের ম্যানেজমেন্ট বিষয়ে । যেমন ধরুন :- ব্লগার যারা , তারা বিভিন্ন বিষয়ে পোস্ট দিয়ে থাকে , দেশ পরিচালনা ও রাজনীতি , খেলাধুলা ও বিনোদন , দেশ বা স্থান পরিচিতি ও ভ্রমণ , শিক্ষা ও সংস্কৃতি , চিকিৎসা ও বিজ্ঞান , কম্পিউটার বা ইলেক্ট্রনিক্স , আলোচনা ও পর্যালোচনা , রান্নাবান্না ও খাদ্য , আবার কিছু আজাইরা পোস্ট ও থাকে ।

এই গুলো যদি একটু শ্রেনী বিন্যাস করে ভাল ভাবে পর্যায় ক্রমে প্রকাশের ব্যাবস্থা থাকে তবে আরো সুন্দর হবে বলে মনে করি আমাদের এই সামুর পরিবেশ । সাথে অবশ্যই ভাল লেখা এবং খারাপ লেখা মূল্যায়নের জন্য কমেন্ট এর পাশাপাশি রেটিং সিস্টেমও থাকা উচিত । যাতে ভাল পোস্ট এবং খারাপ পোস্ট মুল্যায়ন এর কারণে সব ব্লগার আরও ভাল এবং গুরুত্বপুর্ন পোস্ট দিতে পারে এবং এসব পোস্টে উপযুক্ত ও ভাল কমেন্টটিও রেটিং দিয়ে ঐ কমেন্ট প্রদানকারী কে আরও ভাল কমেন্ট করতে উৎসাহিত করা যায় । আমার মতামত আমি জানালাম ,,,, আপনাদের মতামতও জানান । এবং মডারেটর কে বলে ব্লগটাকে আরও শক্তিশালী করে তুলুন ।

{বিঃদ্রঃ- লেখাটি কৌশিক দাদার পোস্টে কমেন্ট আকারে আগেই করা হয়েছে }
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.