আমাদের কথা খুঁজে নিন

   

নেটে কাজ করার সময় এক অদ্ভুত অভিজ্ঞতা!

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......

তো একবার এক কাজ পাইছিলাম ফোরাম পোস্টিং এর। কাজটা কম বাজেটের ছিল। যাই হোক ঐ বায়ার বেটা আমাকে একটা লিস্ট দিছিল যেখানে পোস্ট করতে হবে। পোস্ট করতে হবে ফরেক্স ট্রেডিং নিয়ে। এখন আমি প্রথমে যা করলাম।

প্রথমে ঐ লিঙ্কগুলোতে গিয়ে রেজিস্ট্রেশন করলাম। ১টা রেজিস্ট্রেশনে প্রায় ৩ ৪ মিনিট করে লাগল। পরে যখন পোস্ট করতে গেলাম দেখি বেশির ভাগ সাইটই পোস্ট করতে দেয় না নতুনদের। অল্প কিছু পোস্ট করতে পারলাম। ঐ লিঙ্কগুলো বায়াররে পাঠাইয়া দিলাম।

আর বললাম তুমি মিয়া কি ালের লিঙ্ক দিছ। পোস্ট করা যায় না। শালায় আমারে কয় তুমি পোস্ট করতে পার না। পরে আমারে ৫ ডলার দিয়ে কাইটা পড়তে চাইল। আমারে ৫ রেটিং দিল।

আমি ওরে দিলামই না( মাইনে জিরু)। পরে ওরে কইলাম, দেখ ভাই আমি মিনিমাম ১৫ ডলারের কাজ করছি। তুমি আমারে দিলা ৫ ডলার ফাযলামি নাকি? আমি কিন্তু আমার পোস্তগুলা যেগুলা করছি ডিলিট কইরা দিতে বাধ্য হমু। হালায় আমারে কয়, ঐ তুমি আমারে থ্রেড মার? আমি কিন্তু তোমার একাউন্ট খায়া দিমু, কোন জায়গায় কাজ করতে পারবা না। তুমি আমার কাজ ঠিকভাবে কর নাই( ফাউল শালা, মিছা কতা)।

আমি আসলেই ভয় পায়া গেছিলাম। কিন্তু সামলে নিয়ে বললাম, দেখ তোমার লিঙ্কগুলো তো ঠিক নাই। যতগুলা করছি আমাকে তো ততগুলার পেমেন্ট দিবা নাকি? পরে দেখি সে ও একটু নরম হইল, আমারে কইল তোমার এ আরও ৫ টা লিঙ্ক দিচ্ছি, এগুলা তে পোস্ট কর। ওকে, ওর কথামত করলাম। ওরে পোস্টের লিঙ্কও দিয়া দিলাম।

শালা আমারে কয় দেখ, এই প্রজেক্টের জন্য তোমাকে পে করা হয়ে গেছে। আমি দুঃখিত। আমার তো মাথায় বাজ!! আমি কইলাম অন্য প্রজেক্ট ক্রিয়েট কইরা পে কর। পরে আমারে একটা প্রজেক্টের লিঙ্ক দিয়া বিড করতে কইল। আমি ক্লিক কইরা দেখি ফাকা।

কিচ্ছু নাই। শালা আমারে নিয়া খেল শুরু করছে। আমি কইলাম দেখ, তুমি মানুষটা ভালা না। আমার পোস্টগুলা আমি ডিলিট কইরা দিমু। তুমি যা করার কইর!! হালায় মনে হয় একটু ডরাইছিল।

সাথে সাথে আর একটা প্রজেক্ট ক্রিয়েট কইরা ১০ ডলার এর জায়গায় ১২ ডলার পে করে দিল। পরে আমারে আমারে ৫ রেটিং দিল। আমিও দিলাম। সাথে মন্তব্য করলাম। 'ভবিষ্যতে তোমার সাথে আবারও কাজ করার আশা রাখি'।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.