আমাদের কথা খুঁজে নিন

   

কুড়িগ্রামে ফেলানির কবরের পাশে ১৪৪ ধারা জারি

এ নিয়ে রাজনীতি!!!!!!!!!

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ গ্রামের ফেলানির কবরের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় সচেতন নাগরিক কমিটি ও রামখানা ইউনিয়ন আওয়ামী লীগের ডাকা পাল্টাপাল্টি সমাবেশের কারণে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। জানা গেছে, স্থানীয় সচেতন নাগরিক কমিটির আজ দুপুর ১২টার দিকে নাখারগঞ্জ গ্রামে ফেলানির কবরের পাশের একটি স্থানে সমাবেশ ডাকে। ওই সমাবেশে বিএনপির সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপির নেতা মিজানুর রহমান মিনুর ভাষণ দেওয়ার কথা ছিল। পরে স্থানীয় রামখানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম বাবু ওই এলাকায় পাল্টা সমাবেশ ডাকেন।

নাগেশ্বরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ১৪৪ ধারা জারি করেছে। এদিকে দি ইকোনমিস্ট পত্রিকার সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফেলানি হত্যাকাণ্ডে বিব্রতকর অবস্থায় পড়েছেন শেখ হাসিনা সরকার। এতে সরকারের জনপ্রিয়তা হোঁচট খেয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শিগগিরই ঢাকা সফরের প্রস্ততি নিচ্ছেন। কিন্তু ফেলানি হত্যাকাণ্ডের ঘটনায় নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে শেখ হাসিনাকে ধীর নীতির পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে।

ওই প্রতিবেদনে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে বলা হয়, গত ১০ বছরে সীমান্তে প্রায় এক হাজার বাংলাদেশি নাগরিক হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.