আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সেরা ধনী কে?

তবে তাই হোক, ক্লান্তিহীন তিল তিল আরোহনে সত্য হোক বিক্খুব্ধ এই জীবন _____

কারো নিকট থেকে এই প্রশ্ন শুনলে অভ্যাসবশত বেশিরভাগ মানুষ জবাব দিবেন, 'বিল গেটস'। যারা সর্বশেষ খবর রাখেন তারা বলবেন, সেরা ধনী ছিলেন বিল গেটস তবে তাকে টপকে শীর্ষ ধর্নী হয়েছেন মেক্সিকোর কার্লোস সিস্নম হেলু। কিন্তু যারা সম্প্রতি মিসরের ঘটনাবলী এবং দেশটির প্রেসিডেন্টের খবরাখবরের দিকে নজন রাখছেন তারা হয়তো উত্তর দিবেন, বিশ্বের সেরা ধনী মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক! কয়েকদিন আগে উত্তরটা হয়তো অনেকটা হাসির খোরাক যোগাতো, কিন্তু মোবারকের সম্পদের যে হিসাব গণমাধ্যমে এসেছে তাতে এটাই সম্ভবত সঠিক উত্তর হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে! বিল গেটস কিংবা কার্লোস সিস্নমদের সম্পদের হিসাব অনেকটা উন্মুক্ত। তাদের সম্পদের 'অফিসিয়াল' হিসাব থাকায় তারা ধনুকুবের তালিকায় ঠাঁই পেয়েছেন। কিন্তু মিসরীয় প্রেসিডেন্টের সম্পদের ওইরকম স্বচ্ছ হিসাব না থাকায় তিনি এতদিন ছিলেন হিসাবের বাইরে।

তার পদত্যাগের দাবিতে দুর্বার গণআন্দোলন গড়ে উঠতেই সাংবাদিকরা তার সম্পদ নিয়ে খোঁচাখুচি শুরু করলে 'থলের বিড়াল' বের হতে শুরু করে। বিশ্বের সেরা ধনী হিসেবে স্বীকৃত কার্লোস সিস্নমের সম্পদের পরিমাণ ৫ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে, দ্বিতীয় সেরা ধনী বিল গেটসের সম্পদের পরিমাণ ৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। কিন্তু বিশ্ববিখ্যাত 'দ্য গার্ডিয়ান' পত্রিকা জানিয়েছে, মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার কোটি মার্কিন ডলার বলে যে গুজব ছড়িয়েছিল, তা মোটামুটি সঠিক! এর অর্থ দাঁড়ায়, মোবারকই বিশ্বের সেরা ধনী। আরো একাধিক সূত্র তার এই পরিমাণ সম্পদ থাকার কথা নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, হোসনি মোবারক ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত যখন এয়ারফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখনই সম্পদের বড় অংশ তিনি গড়ে তোলেন। সেনাবাহিনীর বিভিন্ন ঠিকাদারি কাজের অর্থ থেকে ভাগবাটোয়ারা পেতেনে তিনি। এরপর ১৯৮১ সালে যখন মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন পরিবারের বিভিন্ন সদস্যের নামে এই বিপুল অর্থ নানামূখি ক্ষেত্রে বিনিয়োগ করেন। তার শাসনামলে সরকারি সম্পদ আত্মসাৎ এবং দূর্নীতির ব্যাপক প্রসার ঘটেছে। তিনি জানান, মোবারকের সম্পদের বেশিরভাগ যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে আছে।

হোসনি মোবারকের নিজের, স্ত্রী ও দুই পুত্রের নামে লন্ডন, প্যারিস, মাদ্রিদ, দুবাই, ওয়াশিংটন, নিউইয়র্ক ও ফ্রাংকফুর্টে প্রোপার্টি আছে। তারা সবাই ঈর্ষনীয় বিলাসী জীবনযাপন করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.