আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াই ক্রোমোসোমাল এডাম: মানবজাতির আরেক সাধারণ পূর্বপুরুষ।



মাইটোকন্ড্রিয়াল ইভের মত ওয়াই ক্রোমোসোমাল এডাম হচ্ছে মানবজাতির আরেক সাধারণ পূর্বপুরুষ। মাইটোকন্ড্রিয়াল ইভ যেমন মাতৃতান্ত্রিক পূর্বপুরুষ, ওয়াই ক্রোমোসোমাল এডামও তেমনি পিতৃতান্ত্রিক পূর্বপুরুষ। অর্থাৎ পৃথিবীর যে কোন মানুষ যদি বাবা, দাদা (বাবার বাবা), দাদার বাবা, দাদার দাদা এভাবে শুধুমাত্র পুরুষ পূর্বসূরী থেকে পুরুষ পূর্বসূরীতে যেয়ে তার পূর্বপুরুষদের অনুসন্ধান করতে থাকে তবে একসময় সে ওয়াই ক্রোমোসোমাল এডামে পৌঁছাবে। মানবদেহের ৪৬ টি ক্রোমোসোমের মধ্যে দুটি হচ্ছে সেক্স ক্রোমোসোম। সেক্স ক্রোমোসোম দুই ধরণের, টাইপ এক্স, আর টাইপ ওয়াই।

একজন নারীর নিউক্লিয়াসের দুটি সেক্স ক্রোমোসোমই এক্স ক্রোমোসোম। কিন্তু একজন পুরুষের নিউক্লিয়াসের সেক্স ক্রোমোসোমের একটি এক্স আরেকটি ওয়াই। নারীদেহের এক্স ক্রোমোজোম দুটির একটি মায়ের দেহ থেকে আরেকটি বাবার দেহ থেকে এসেছে। কোষবিভাজনের সময় এরা জেনেটিক কোড আদানপ্রদানও করে থাকে। পুরুষদেহের এক্স ক্রোমোসোমটি নিশ্চিতভাবেই মায়ের দেহ থেকে, আর ওয়াই ক্রোমোসোমটি বাবার দেহ থেকে এসেছে।

এক্স ও ওয়াই ক্রোমোসোমের মধ্যেও জেনেটিক কোডের আদান-প্রদান ঘটে। কিন্তু ওয়াই ক্রোমোসোমের মধ্যে এমন একটি অংশ রয়েছে যার সমকক্ষ জিন এক্স ক্রোমোসোমে পাওয়া যায় না। এই অংশ পিতা থেকে পুত্রে, তার থেকে তার পুত্রে, এভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়। স্বাভাবিক মিউটেশনের হার এবং দুজন পুরুষের ওয়াই ক্রোমোজোমের ঐ বিশেষ অংশের পার্থক্য থেকে বোঝা যায় তারা কতটা নিকট বা দূর সম্পর্কীয়। আর পৃথিবীর সকল পুরুষের ওয়াই ক্রোমোসোম বিশ্লেষণের মাধ্যমে জানা যায় যে, সকলেই এমন একজন পুরুষের উত্তরসূরী যিনি প্রায় একলক্ষ বছর আগে পৃথিবীতে বাস করতেন।

সম্ভবত তার আবাস ছিল পূর্ব আফ্রিকায়। মাইটোকন্ড্রিয়াল ইভ আর ওয়াই ক্রোমোসোমাল এডামের বয়সের পার্থক্য প্রায় এক লক্ষ বছর। মাইটোকন্ড্রিয়াল ইভ ভিন্ন অন্য নারীদের যেমন মাতৃতান্ত্রিক বংশধারায় ছেদ পরেছে, ওয়াই ক্রোমোসোমাল এডাম ভিন্ন অন্য পুরুষদেরও পুরুষতান্ত্রিক বংশধারায় ছেদ পরেছে। এর মানে কিন্তু এই নয় যে, এরা ছাড়া বাকি নারী-পুরুষদের জিন আমরা বহন করছি না। উদাহরণ স্বরুপ, মনে করি, এডামের এক ছেলে ছিল।

এডামের সমসাময়িক আরেকজন পুরুষ জনের একটি মেয়ে ছিল। এডামের ছেলে তার ওয়াই ক্রোমোসোম বহন করছে, সাথে আরো জিন। তার মোট জিনের ৫০% এডামের দেহ থেকে এসেছে। আর জনের মেয়ের একটি এক্স ক্রোমোসোম সহ মোট জিনের ৫০% জনের দেহ থেকে এসেছে। এডামের ছেলে আর জনের মেয়ের যৌনমিলনে যে ছেলে সন্তান হলো, তার দেহে এডামের ওয়াই ক্রোমোসোমের ঐ বিশেষ অংশসহ এডামের জিনের ২৫% রয়েছে, আর জনের দেহেরও ২৫% জিন রয়েছে তার দেহে।

বাকি ৫০% তার দাদী ও নানীর কাছ থেকে এসেছে। একই হিসাব মাইটোকন্ড্রিয়াল ইভের ক্ষেত্রেও প্রযোজ্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.