আমাদের কথা খুঁজে নিন

   

নিপাহ ভাইরাসে মৃত্যের সংখ্যা দাঁড়ালো- ৩১ জন



নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এনকেফালাইটিস রোগে লালমনিরহাটে ২৪ জনের মৃত্যুর পর এবার কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারীতেও আরো ৭ জন মারা গেছেন। এছাড়া আরো ১০ জন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। লালমনিরহাটের হাতীবান্ধার পর লালমনিরহাট সদর, কালিগঞ্জ ও আদিতমারীর পর রংপুর, নীলফামারী ও কুড়িগ্রামেও নিপাহ ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া রংপুরের পীরগাছার ওয়েছ আলী, গঙ্গাচড়ার বাচ্চু ও বদরগঞ্জের আরেফুল নামের ৩ জনই বাদুড়ে খাওয়া ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন। গত ৩০ জানুয়ারি লালমনিরহাটের হাতীবান্ধায় এনকেফালাইটিস বা মস্তিষ্কে প্রদাহের কারণে কয়েকজন মারা যাওয়ার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ রোগের ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকায় আতঙ্কে অনেকেই এলাকা ছাড়েন। হাসপাতালে আসা রোগীরা এ রোগ সম্পর্কে সচেতন না থাকায় সঠিক উপসর্গ ও বলতে পারছেন না। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা আক্রান্ত এলাকা পরিদর্শন করে রোগীদের বিভিন্ন নমুনা সংগ্রহ করে এ রোগের জন্য নিপাহ ভাইরাসই দায়ী বলে নিশ্চিত করেন। আক্রান্ত এলাকা পরিদর্শন করে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। সেই সঙ্গে তারা বাদুড়ে খাওয়া ফল ও খেজুরের রস না খাওয়া এবং এ রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ২০০১ সালে উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় নিপাহ ভাইরাসে আক্রান্ত ১৫২ জনের মধ্যে ১৩৩ জনই মারা যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।