আমাদের কথা খুঁজে নিন

   

টালমাটাল জনগন, বেসামাল সরকার

www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি"

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আর এর আগে দুর্ণীতিতে আড়স্ঠ চার দলীয় সরকারের শাসনের পর জনগন কিছু ইতিবাচক পরিবর্তনের আশায় বুক বেধে মহাজোটকে ক্ষমতায় আনে.... সামগ্রিক বিচারে বর্তমান সরকারের অর্জন দু'বছর শেষে কতটা আলো মুখ দেখেছে তার মূল্যায়ন জনগনের হাতেই রইলো ,ডিজিটাল বাংলাদেশ স্লোগান দিয়ে ক্ষমতা গ্রহন করবার পরের চিত্রটাযে পুরোই বিপরীত! তারা যে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে পারে নাই সেটা স্পস্টতই প্রতিয়মান,দিন বদলে যারা মন্ত্র আওড়ায় তারাই ক্ষমতাসীন হবার সময়ের ব্রত আজ ভুলেই বসেছে,যা বিগত দিন গুলোর খবর বা চোখকান খোলা রাখলেই আমরা টের পাই, আর ডিজিটাল এ যুগের জনগন আজ যথেষ্ঠ সচেতন তা আজ অস্বীকার করবারও উপায় নাই... গত দুবছরের কথা বাদ দেই,শুধুমাত্র বর্তমান পরিস্থিতির কথাই বিবেচনা করলে দেখি সরকার নিজেই জনগনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে!! পাবলিক ইস্যু যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ধোয়াটে পরিস্থিতি সৃষ্টি করছে তারাই,যাতে নেই কোন স্বচ্ছতার ছাপ... ক্যাম্পাসে আজ অস্থিরতার জন্য কারা দায়ী তা দিনের আলোর মতোই পরিষ্কার ,ছাত্রলীগের লাগাম টেনে ধরবার মতো সামর্থ এ সরকারের এ মেয়াদে হবে বলে মনে হয় না... বিদ্যুৎ পরিস্থিতির জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিন বিগত সরকারের লাগামহীন দুর্ণীতিকেই গত দু বছর ধরে দায়ী করে আসলেও বাস্তবে তিনি কতটা দূর্ণীতিমুক্ত থাকতে পেরেছেন তাই এখন দেখবার বিষয়... তার মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েও ব্যর্থ হয়েছে তারা,ঘড়ির কাঁটা পিছালো একঘন্টা,এসি বন্ধ করালো সন্ধার পর,মার্কেটও বন্ধ করালো,সর্বশেষে নতুন সংযোগ দেওয়াই বন্ধ করিয়ে দিলো!!! তাও বিদ্যুৎ পরিস্থিতি নাজুক,,,,কুইক রেন্টাল পাওয়ার স্টেশনের নামে অধিক ভর্তুকি দিয়ে বিদ্যুৎ এনেও সামাল দেোয়া সম্ভব হচ্ছে না..। আর একদম গরম খবর জানাচ্ছি.. তা হলো এর মধ্যেও আজ আাবারও আরেক দফা দাম বাড়ালো বিদ্যুৎ এর দ্রব্যমূল্যর কথা আর নতুন করে কি বলবো,সাধারন জনগনের পক্ষে আজ দু বেলা পেটপুরে খাওয়া দুঃসাধ্য হয়ে দাড়াচ্ছে... এদিকে প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ি মাথাপিছু আয়ও নাকি বেড়েছে!!!আর চালের দাম ১০টাকায় নিয়ে আসবার প্রতিশ্রুতিই নাকি তিনি দেন নাই!!! উল্টো এই দ্রব্যমূল্যের জন্য দায়ি নাকি বিরোধি দল,বি.এন.পি!!!হায় সেলুকাস..। শুধু সেটিই নয় সাথে শেয়ার বাজারেই এই ব্যাপক দর পাতন নাকি বি.এন.পিই করাচ্ছে... পরস্পর বিরোধী কথাও বলছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি!!! কমিটির সভাপতি লোটাস কামাল সেই বক্তব্যকে রাজনৈতিক হিসেবে চালিয়ে দিতে চাইলেন...অথচ এ মন্তব্যটি প্রধানমন্ত্রী তার মন্ত্রীপরিষদের কক্ষে বৈঠকচলাকালিন অবস্থায় করেন,সেটি কোন রাজনৈতিক স্টেজ ছিলো না.... শুধুমাত্র একজন আমজনতা হিসেবে এ সরকারের সামান্য কিছু অসংগতি তুলে ধরলাম....এর বেশীকিছু ভাবলে কেউ ভুল করবে...ব্লগার ভাইদের নিকট থেকেও গঠনমূলক সমালোচলা কাম্য... দেখেযাক এই বেসামাল দেশবাসীকে সামনের দিনগুলোতে কতটা সামাল দিতে পারে ক্ষমতাসীন সরকার...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।