আমাদের কথা খুঁজে নিন

   

গলাচিপায় যুদ্ধাপরাধের অভিযোগে মামলা

void(0)

পটুয়াখালীর গলাচিপা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত মঙ্গলবার যুদ্ধাপরাধের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পৌর এলাকার ফৌজিয়া বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। আদালতের বিজ্ঞ বিচারক গলাচিপা থানার অফিসার্স ইনচার্জকে উপযুক্ত ধারায় মামলাটি নেয়ার নির্দেশ প্রদান করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন পাক হানাদার বাহিনীর দোসর, শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর সক্রিয় সদস্য ছিল। আসামি এসএম নুর মৌলভী, মো. শাহ আলম, মো. আনোয়ার হোসেন, মো. ইসহাক ও আ. গফুর হানাদার বাহিনীর দোসর হিসেবে পাক বাহিনী কর্তৃক গঠিত তথাকথিত শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে।

মুক্তিযুদ্ধ চলাকালীন তারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে পাক হানাদার বাহিনীর দোসর হিসেবে নিরীহ মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুণ্ঠন, হত্যা করে। অভিযোগে আরও বলা হয়েছে, উল্লেখিত আসামিরা গলাচিপা শহরের রনজিৎ কুমার দাস, প্রণব কুমার দাস ও জগদিশ চন্দ্র সাহার বাড়িতে অনধিকার প্রবেশ করে নগদ প্রায় ২০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় নিরঞ্জন বিশ্বাসকে জোরপূর্বক ধরে নিয়ে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিলে তাকে পটুয়াখালী জেলা কারাগােও আটক অবস্থায় গুলি করে হত্যা করা হয়। পরে কারাগারের ভিতরে বধ্যভূমিতে গণকবর দেয়া হয়। লিখিত অভিযোগে বাদী জানান, অনুকূল পরিবেশ না থাকায় আসামিদের বিরুদ্ধে আগে মামলা করা সম্ভব হয়নি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।