আমাদের কথা খুঁজে নিন

   

A Sad Story about- এয়ারটেল ইন্টারনেট



কোন পাপে যে এয়ারটেল এর p6 internet packege (1GB) নিয়েছিলাম। Download speed 4 kb এর উপর উঠেনা। মাঝে মাঝে byte এ নেমে যায়। Computer এ browsing এর সময় বেশীভাগ ইমেজই show করে না 10 mb এর একটা mp4 গান download করতে 2 ঘন্টার মত লেগেছে। একদিন দেখি internet connection ই নাই।

customer service center এ phone করে জানলাম, বারো টাকার নিচে balance থাকলে inernet use করা যাবেনা (275+15% vat=316 টাকা দিয়ে packege নিয়ে নতুন হাদীস শুনলাম) । 30 টাকা তোলার কয়েকঘন্টা পরেও connection এর খবর নাই। আবার customer service এ phone করে জানতে পারলাম তাদের technical কাজ চলতেছে, এজন্য সমস্যা হচ্ছে। আজ দুইদিন পর connection পেলাম। service quality দেখে রাগে দুঃখে মাথার চুল ছিড়তে ইচ্ছে করছে।

কিজন্যে যে 25 টাকার মায়া করে GP এর package নিলাম না। আমি বাংলা ভাল লিখতে পারিনা। এজন্য দুঃখিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।