আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বখ্যাত আর্ট গ্যালারি এখন ব্রাউজারে

তবে তাই হোক, ক্লান্তিহীন তিল তিল আরোহনে সত্য হোক বিক্খুব্ধ এই জীবন _____

চমক জাগানো সব প্রযুক্তি নিয়ে আসতে গুগলের জুরি মেলা ভার। ইতোমধ্যেই গুগলের গুগল আর্থ এবং স্ট্রিটভিউ অ্যাপিস্নকেশন দুইটি অর্জন করেছে বিশ্বব্যাপী জনপ্রিয়তা। এসব অ্যাপিস্নকেশনের মাধ্যমে ঘরে বসেই বিশ্বভ্রমণের ভার্চুয়াল স্বাদ গ্রহণ করতে পারছে সারা পথিবীর কোটি কোটি মানুষ। এর ধারাবাহিকতায় এবার শিল্পরসিকদের জন্য গুগল নিয়ে এলো নতুন চমক 'ভার্চুয়াল গ্যালারী'। বিশ্বের সেরা আর্ট গ্যালারির ১৭টি এখন বন্দী হলো ওয়েব ব্রাউজারের মধ্যে।

যে কোন ব্রাউজার থেকেই গুগল আর্ট প্রজেক্টের সাইট থেকে ভার্চুয়ালি ভ্রমণ করা যাবে এই ১৭টি শিল্প জাদুঘরে, দেখা যাবে এসব জাদুঘরে রক্ষিত সকল ছবি। গুগলের স্ট্রিটভিউ প্রযুক্তি ব্যবহার করেই ধারণ করা হয়েছে এই ১৭টি জাদুঘরের প্রতিটি স্থান। নিউইয়র্ক, ওয়াশিংটন, লন্ডন, মাদ্রিদ, মস্কো, আমস্টারডাম এবং ফ্লোরেন্সের এই জাদুঘরগুলোর মধ্যে রয়েছে ব্রিটেনের ন্যাশনাল গ্যালারি, যুক্তরাষ্ট্রের দ্য মিউজিয়াম অব মডার্ন আর্ট, দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট, ইতালির উফিজি গ্যালারি বা নেদারল্যান্ডের ভ্যানগগ মিউজিয়াম এর মতো সমৃদ্ধ সব শিল্প সংগ্রহ। ১৭ জাদুঘরের চারশটিরও বেশী আর্টরুমে রয়েছে প্রায় ৪০০ বিখ্যাত শিল্পীর ১হাজারেরও বেশী শিল্পকর্ম। গুগল স্ট্রিটভিউ প্রযুক্তিতে আধুনিক ক্যামেরা ব্যবহার করে ৩৬০ ডিগ্রী পর্যন্ত ঘুর্ণনে ধারণ করা হয়েছে প্রতিটি গ্যালারির সবগুলো স্থান।

আর্ট গ্যালারির ছবিগুলো ধারণ করতে ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি 'গিগাপিক্সেল'। এই প্রযুক্তিতে প্রতিটি ছবির প্রতিচিত্র নেয়া হয়েছে অত্যন্ত উচ্চ রেজু্যলেশনে। ফলে অনলাইনে এই ছবিগুলো দেখার সময় এগুলোকে পর্যাপ্ত পরিমাণে জুম করে ছবির প্রতিটি রেখাচিত্র এবং ছবিতে ব্যবহূত টেক্সচারও দেখা যায় নিখুঁতভাবে। ফলে চিত্র শিল্পের শিক্ষার্থী, গবেষক বা আগ্রহীরা অনলাইনে বসেও মূল ছবিটি দেখার অনুভূতি করতে পারবেন। মূল ছবির সবচেয়ে কাছাকাছি প্রতিচিত্র তৈরি করতে প্রতিটি ছবিতে রয়েছে গড়ে ৭ বিলিয়ন পিক্সেল যা ভালো মানের ডিজিটাল ক্যামেরাগুলোর রেজু্যলেশনের প্রায় হাজারগুণ।

গুগলের চিত্রশিল্প নিয়ে এই উদ্যোগের পুর্বেই আরো অনেক জাদুঘরই তাদের গ্যালারির ছবিগুলোর ডিজিটাল সংস্করণ তৈরি করেছে। তবে, গুগল আর্ট প্রজেক্টে গ্যালারিগুলোর সার্বিক চিত্রটিই দেখা যাবে। স্ট্রিট ভিউয়ে যেমন প্রতিটি রাস্তার অলি-গলিতে ভ্রমণের একটি অভিজ্ঞতা পাওয়া যায়, তেমনি এখানেও গ্যালারিগুলোর সবগুলো ঘর ও করিডোরে ভ্রমণের অভিজ্ঞতা পাওয়া যায়। এই উদ্যোগ শিল্প রসিকদের বিশ্বখ্যাত চিত্রশিল্প দেখার পিপাসা কিছুটা হলেও মেটাতে সক্ষম হবে বলেই মন্তব্য করেছেন গুগলের কর্তৃপক্ষ। এতে যুক্ত ১৭টি জাদুঘরের পাশাপাশি ইতোমধ্যেই আরো বেশ কিছু জাদুঘর এই প্রকল্পে সংযুক্ত হবার ইচ্ছা পোষণ করেছে।

শিল্পরসিকদের প্রশংসা পেলেও অনেক গবেষক অবশ্য এই ধরনের উদ্যোগে আরও উন্নত প্রযুক্তির ব্যবহার আশা করেছে। তারা ছবিগুলো ত্রিমাত্রিকভাবে উপস্থাপনের পক্ষে দাবী জানিয়েছেন। আশা করা যায় ভবিষ্যতে হয়তো সেটাও সম্ভব হবে। ইতোমধ্যেই চালু হয়ে যাওয়া গুগলের এই সাইটে ঘুরে আসুন আপিনও

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.