আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মা ব্লাড ক্যান্সারে আক্রান্ত- গণমানুষের সাহায্য চাই



ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আই,ই,আর) সম্মান ৩য় বর্ষের শিক্ষার্থী রেজওয়ানা হকের মায়ের ব্লাড ক্যান্সার ধরা পড়ে মাস খানেক আগে। জীবন্ত একটি পরিবার মৃত্যুর ভয়ে অস্থির হয়ে পড়ে। মাকে হারানোর ভয়ে কাঁপতে থাকে তারা। মা একটি বিদ্যালয়ের শিক্ষক আর বাবা সাধারণ একজন চাকুরিজীবি। মধ্যবিত্ত একটি পরিবার তাদের।

অথচ ব্লাড ক্যান্সার নিরাময়ের জন্য প্রয়োজন ৬০ লক্ষ টাকা। মধ্যবিত্তের শরীরে বাসা বেঁধেছে ধনী রোগ। চিকিৎসার এই খরচ যোগানো তাদের পক্ষে সম্ভব নয়। পুরো পরিস্থিতিটা আমাদের বহুল পরিচিত সাহায্যের আবেদনের মতই। অথচ এই বহুবার শুনে আসা ঘটনা যদি আমাদের জীবনে ঘটে তাহলে আমরা বুঝতে পারি সেটা কতটা ভয়াবহ, অনাকাঙ্ক্ষিত এবং দুঃসহ।

রেজওয়ানা হকের বন্ধুরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য আপ্রান চেষ্টা চালাচ্ছে। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিপার্টমেন্ট ও ইনস্টিটিউটে অর্থ সংগ্রহের কাজ চলছে। বইমেলায় প্রতিদিন ব্যানার নিয়ে দাঁড়াচ্ছে। মানুষের কাছে অনুরোধ করছে সাহায্য করার জন্য। সাধারণ মানুষ সাধ্যমত সাহায্য করছেন।

অসাধারণ মানুষেরা এড়িয়ে যাচ্ছেন অধিকাংশ ক্ষেত্রেই। কিন্তু এই সাধারণেরাই দলে ভারী। তারাই একত্রে এগিয়ে আসতে পারেন এই মাকে বাঁচানোর জন্যে। টিএসসিতে এই মাসের মাঝামাঝি সময়ে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। তারপরও ৬০ লক্ষ টাকা মুখের কথা নয়।

এ টাকা অনেক টাকা। ব্লগের সবাই যদি সাধ্যমত সাহায্য করেন তাহলে বেঁচে যাবে একজন মা, একটি পরিবার। দুঃস্বপ্ন পার করা একটি পরিবার আবারও ফিরে পাবে সুন্দর একটি পৃথিবী। সাধারণ মানুষের হৃদয়ে এখনও অনেক ভালবাসা জমা রয়েছে। এই ভালবাসার একটুখানি দিয়েই আমরা পারি এই মাকে বাঁচিয়ে দিতে।

রেজওয়ানা হকের সহপাঠী বন্ধু হিসেবে আমরা সকলের প্রতি আবেদন জানাচ্ছি সাধ্যমত সাহায্য করার জন্য। আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানাঃ Md. Rezaul Hoque Savings Account No.126101204008 Dutch Bangla Bank Ltd., Elephant Road Branch, Dhaka. এছাড়াও যোগাযোগ করতে পারেন এদের সাথে। শাহিদ- 01671070661 আনাম- 01717083718

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.