আমাদের কথা খুঁজে নিন

   

আরো রক্ত লাগবে রক্ত। তাজা রক্ত বিনে অর্জন হয় না কোন কিছুই। আর ক্ষমতা সে তো অনেক দূরের কথা

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

দীর্ঘ ১১ দিন বিক্ষোভের পরও শরীরের পশম বিন্দু মাত্র নড়েনি বলে মনে হচ্ছে ৮৩ বৎসর বয়সি হুসনি মোবারকের। প্রায় দের মিলিয়ন মানুষ বিনা গন্ডগোলে একত্রে সারাদিন ১মাঠে বিক্ষোভ করে সারা পৃথিবিকে অবাক করে দিয়েছে। যে পর্যন্ত না তাদের উপর আক্রমন এসেছে ততক্ষন পর্যন্ত বিন্দু মাত্র বিসৃঙ্খলা দেখা যায় নি এই লক্ষ মানুষের মাঝে। এই শান্তি প্রিয় মানুষ গুলির চিৎকার সারা পৃথিবি শুনতে পেলেও যার শুনার কথা তিনি শুনতে পারছেন না।

কারণ একটাই, সবাই তাকে সরে যেতে বললেও তাদের তো কোন ক্ষতি হবে না, ক্ষতি যা হবার, যা হারাবার তা তো হারাবে হুসনি মোবারক নিজেই। কাজেই অপরের কথার মোটেও তোয়াক্কা করছেন না তিনি। এখন, মানুষে বলাবলি করছে মোবারাক সাহেব ঠিকই নামত যদি এত দিনে ৫০০০ গাড়ি পুড়িয়ে দেয়া হত, নিজ দেশের পুলিশ মেরে লাশের সারি দিতে পারত, আক্রমনকারি মোবারকের দলের পুলাপানদের মেরে মেরে তাহরীর স্কোয়ারের সোডিয়ামে লাইটের খুটির সাথে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হত তবে হুসনি মোবারক ঠিকই আজ পদত্যাগ করত। তাই তো বলা হয়, রাজাদের খেলার পুতুল হলো প্রজারা। রাজাদের কাজ কর্মের প্রতিবাদ কোনদিন তাজা রক্ত ছাড়া হয় না।

এতে কারো সন্দেহ নেই যে, যত মানুষ না খেয়ে বিগত ১১ দিন যাবৎ যেইভাবে বিক্ষোভে অংশগ্রহন করছে, এটা যদি বাংলাদেশে হত এতক্ষনে কয়েক হাজার লাশ পরে যেত। শুধু কায়রোতে নয়, পুরু মিশরে যেই ভাবে মানুষ রাস্তায় নামছে গত ১১দিন ধরে তাতে হাজার হাজার গাড়ি ভাংচুর হত আর দোকান পাট যে কত ভাংগা হত তা হয়ত গুনেও শেষ করা যেত না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।