নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনকে অনারারি ডক্টরেট ডিগ্রি দিয়েছে বেলজিয়ামের লুঁভা বিশ্ববিদ্যালয়। প্রায় ৬০০ বছর প্রাচীন এ বিশ্ববিদ্যালয়টির প্রতিবছরই সম্মানসূচক ডক্টরেট দেওয়ার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বুধবার এক জাঁকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে তসলিমা নাসরিনকে সম্মানিত করা হয়। এ সম্মাননা পেয়ে খুবই আনন্দিত বলে টেলিফোনে জানিয়েছেন প্রতিবাদী এ লেখক। তিনি বলেন, 'আমার আদর্শ,আমার ভাবনা,আর লেখালেখিকে পুরস্কৃত করতেই এ ডিগ্রি দিয়েছে লুঁভা।
তসলিমা নাসরিন বলেন, 'যে লেখালেখি ও ভাবনার প্রকাশের জন্য দেশ থেকে বিতাড়িত হয়েছি ঠিক একই লেখালেখির জন্য বিশ্বের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান সম্মানসূচক ডিগ্রি দিচ্ছে এটাই বিস্ময়ের। ' বিশ্বের নামকরা অধ্যাপক,গবেষক লেখকদের ডক্টরেট ডিগ্রি দেয় ১৪২৫ সালে প্রতিষ্ঠিত বেলজিয়ামের এই বিশ্ববিদ্যালয়। লুঁভা থেকে এ বছর তসলিমার সাথে এ ডিগ্রি পেয়েছেন আরও দুইজন। এরা হচ্ছেন; যুক্তরাজ্যের অধ্যাপক টিম জ্যাকসন ও যুক্তরাষ্টের অধ্যাপক যে বি শ্র্যাম। এ নিয়ে ইউরোপে ৩টি বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডক্টরেট পেলেন বাংলাদেশের প্রতিবাদী নারীবাদী লেখক তসলিমা নাসরিন।
এর আগে ১৯৯৫ সালে বেলজিয়ামের গেন্ট ইউনির্ভাসিটি থেকে ও ২০০৫ সালে ফ্রান্সের আমেরিকান ইউনির্ভাসিটি অব প্যারিস তসলিমা নাসরিনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়।
আমি অপেক্ষায় আছি তসলিমা নাসরিন কবে নোবেল পাবেন। আমার খুব প্রিয় একজন মানুষ তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের জন্য এক আকাশ ভালোবাসা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।