আমাদের কথা খুঁজে নিন

   

অলস সময়...আর একটি লোড না হওয়া ওয়েবসাইট...

পকেট ভর্তি টাকা। । but হৃদয় এখনো ফাঁকা। ।

টার্ম ফাইনাল শেষ হইসে গত মাসের ২৩ তারিখ।

বলা বাহুল্য প্রায় সবগুলা ইগজ্যামি বিস্মৃত হওয়ার মতনি হইলো। শুরু হইসিল সেই ডিসেম্বরের ৯ তারিখ। একমাত্র বুয়েটেই এইটা সম্ভব সন্দেহ করি। যাই হোক, বহুল আরাধ্য টার্ম ফাইনালের পরের সেমিস্টার গ্যাপ পাইলাম। ইনশাল্লাহ এই মাসের ২৬ তারিখের আগে আর ক্লাসের মুখ দেখতে হইব না।

টিউশনি ম্যানেজ কইরা নিজের বাসাতেও আইসা পড়লাম কয়েকদিনের লাইগা। আরামে কয়েকদিন খাওয়া দাওয়া ঘুম আর মুভি দেখা হইবো এই আশায়। আপাতত যে কয়দিন পার করলাম তাতে খাওয়া ঘুম ঠিক মত হইলেও মুভিটা ক্যান জানি খুব একটা দেখা হইতেসেনা। তবে আম্মাজান আমারে মোটামুটি খাওনের উপরেই রাখসে। সব মিলায়ে ভালোই কাটতেসিল।

কিন্তু মুশকিল টা বাঁধলো আইজকা সন্ধ্যা থেকে। সন্ধ্যা থেকেই ক্যান জানি biis.buet.ac.bd সাইট টা লোড হইতাসেনা। আর আমার টেনশন ও তখন থেইকাই কমতাসেনা। এই ব্যাপারটা অবশ্য অনেকে বুঝবেন না। এই ওয়েবসাইটের কাহিনি হইল এইখানে আমগো টার্ম ফাইনালের রেজাল্ট পাব্লিশ করা হয়।

আর বুয়েট কিনা বাংলাদেশের সবচে অত্যাধুনিক ভার্সিটি, তাই এর অয়েবসাইট খান ও সেই মাপের। রেজাল্ট পাব্লিশ করা হইলে এই ওয়েবসাইট খানা হ্যাং হইয়া যায়। কারো বাপের সাধ্যি নাই তখন ঢুইকা নিজের সাফল্যগাঁথা( ) অবলোকন কইরবো। প্রথমবার যখন বুয়েটের টার্ম ফাইনালের রেজাল্ট দেখা লাগসিল আমার তখন সারা রাত অপেক্ষা করন লাগসিল। রাত ৯টার দিকে আপ্লোডিত রেজাল্ট দেখতে পারসি পরদিন সকাল ১০টায়!!! চিন্তা করেন।

এম্নেই পরীক্ষায় কি কাগের ঠ্যাং বগার ঠ্যাং লেইখা আসছি তার নাই ঠিক। তার উপর রেজাল্ট নিয়া এইরকম ফাইজলামি ক্যামন লাগে!!! তো আজকেও সেই কাহিনি। যদিও আজকের টা একটু আজীব। পরীক্ষা শেষ হওনের মাত্র ১০ দিনের মাথায় রেসাল্ট দেওয়া টা প্রায় অসম্ভব। হয়তো অন্য কোন কাহিনি আসে biis লোড না হওনের পিছে।

আবার কি জানি বলাও যায় না, এইখানে সবি সম্ভব। যে ভার্সিটি বিশ্বকাপ ফুটবল নিয়া ক্যাচাল বাধায়া ১.৫ মাস বন্ধ থাকতে পারে,যে ভার্সিটিতে পড়ার কারণে 2nd year এই অন্য ভার্সিটির প্যারালাল ব্যাচের চাইতে already ১ সেমিস্টার পিছায়া পড়া লাগে, যে ভার্সিটিতে পোলাপাইন পরীক্ষা দেওনের মুড নাই এই অজুহাতে পরীক্ষা পিছায় সেখানে এটাও ইম্পসিবল কিছু না। biis এর সাইট এখনো লোড হচ্ছেনা আর আমার অলস সময় ও কাটতে চাইতেসেনা। এইসময় রেসাল্ট টা দেওয়া মানে পুরা ছুটিটাই মাটি। তারপর ও যাই দেখি পিসি ঘাইটা না দেখা আর কি কি মুভি আসে।

সময়টাত কাটান লাগবো। যাই হোক। আসল কথা হইল আজকেই দেখলাম যে আমি পুরা সেফ হইসি। এক্কেবারে deeeeeeeeeeeeeep green. তাই এই সুযোগে আজাইরা একখান পোস্ট মাইরা আপ্নেগোরে একটু জ্বালাইলাম। মাফ কইরা দিয়েন।

আর লগে দোয়াও কইরেন, রেসাল্ট টা যাতে সময় মতোই আপ্লোড হয়। এত আগে মনডা খারাপ করনের কোন খায়েশ নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।