আমাদের কথা খুঁজে নিন

   

গল্পে গল্পে হাদীস শিখি (২) (ড্রাফট কপি)

একখানা মতামত দিয়েন কিন্তু!!!!!!
কাঁটা অতীতে কোন এক দেশে ভয়ংকর এক শাস্তির নিয়ম ছিল। অপরাধীদেরকে ক্ষুধার্ত সিংহের কাছে ছেড়ে দেয়া হতো। আর এই বিভৎস চিত্র দেখার জন্যে এলাকার সব মানুষ সেখানে জড়ো হতো। সেদিনের সে অভিযুক্ত ব্যক্তি ছিল এক দাস যে তার মালিকের থেকে মুক্তি পেয়েছে। তাকে চারিদিকে উচু প্রাচীর দেয়া এক মাঠের মধ্যে নিক্ষেপ করা হলো।

অতপর নিয়ম অনুাযায়ী সেখানে ছেড়ে দেয়া হলো এক ক্ষুধার্ত সিহংকে। ক্ষুধার্ত সিহং হাতের কাছে এমন আহার পেয়ে তড়িৎ ভক্ষন করার উদ্দেশ্যে গরীব এ ব্যক্তির উপর আক্রমন করার মনস্থ করল, কিন্তু হঠাৎ করে সে নিজেকে সামলে নিল আর দাসের হাত লোহন করতে লাগল! উপস্থিত জনতা তো অবাক! এটা কিভাবে সম্ভব? সবাই দাসকে জিজ্ঞাসা তার কারণ জানতে চাইল। কৃতদাস জবাব দিল: “একদিন আমি এ সিহংটিকে বনের ভিতর দেখি। তার থাবার ভিতর একটা কাঁটা বিধে যাওয়ার কারণে ব্যাথায় কাতরাচ্ছিলো। আমি তার কাঁটাটি বের করে দেই।

এবং সেদিন থেকে আমরা একে অপরের ভাল বন্ধু হয়ে যাই। ” জনগনের মনে এ ঘটনা স্পর্শ করল। তারা সিংহ এবং কৃতদাসকে মুক্ত করে দিল। মুক্ত হয়ে সিংহ জনসাধারণের সামনেই কৃতদাসকে এমনভাবে অনুসরণ করতে লাগল যেন এটা তার পোষা বিড়াল। দেখ, কতইনা যথার্থ আমাদের মহানবীর (সা.) এ বাণী: “আল্লাহ তাদের প্রতি দয়া প্রদর্শন করেন যারা দয়াবান।

সুতারাং যমীনে যেসব কিছু সৃষ্টি আছে তাদের প্রতি দয়াবান হও, তাহলে, আসমানে যারা আছেন তারাও তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। ” (তিরমিযী শরীফ)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.