আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকে সহস্রতম বন্ধুকে খুঁজে পাওয়া উপলক্ষে কতগুলো জোকস, সাথে একটা রিপোস্ট ফ্রি

জনৈক দ্রোহীর ব্লগ

আজকে আমার ফেসবুক বন্ধু সংখ্যা ১০০০ পার হওয়া উপলক্ষে আপনাদের জন্য কিছু কৌতুক ------ (বি:দ্র: কমন পড়লে নিজ গুণে ক্ষমা করে দিবেন) ****** প্লেনে উঠে বিমানবালাকে বললাম, "আমার একটা ব্যাগ নিউইয়র্কে, একটা লন্ডনে, আর একটা দুবাইয়ে পাঠিয়ে দিন। " বিমানবালা হাসিমুখে বলল, "এটা কি সম্ভব?" আমি বললাম, "গত সপ্তাহে আপনারা তাই করেছিলেন। " ****** পরীক্ষার খাতায় ছিল একশত টাকার একটি নোট, আর খাতায় লেখা "প্রতিটি নম্বরের জন্য এক টাকা"। পরীক্ষার্থী খাতার সাথে ফেরত পেল ৬৮ টাকা, সাথে একটি চিরকুট - "বাকিটা ফেরত"। ****** "হ্যালো, এটা কি ৭৭৭৭৭৭৭৭৭? প্লিজ আমার বাসায় একজন ডাক্তার ডেকে দিন, আমার হাত টেলিফোনের ডায়ালে আটকে গেছে।

আমার ঠিকানা ............" ****** এক তোতলা ভাই গেছেন পাখির দোকানে। তোতলা: এ...এ...এই ত...ত...তোতাপাখির দ...দাম ক...ক...কত? দোকানদার: এক হাজার ট্যাকা। তোতলা: ক...ক...কী ব...বল? এ...এ...এত দাম যে ন...ন...নিচ্ছ, ক...কথা ব...বলতে প...প...পারবে তো? দোকানদার: আপনার চেয়ে ভালা কথা কইব, নিয়া যান। ****** ব্রেকিং নিউজ!!! জনৈক আত্মঘাতী ব্যক্তি ভুলে তাঁর যমজ ভাইকে খুন করে ফেলেছেন। ****** ১৭ জন ছেলে সিনেমা হলের সামনে লাইনে দাঁড়ানো।

একজন তা দেখে জিজ্ঞেস করল - "তোমরা ভেতরে ঢুকছ না কেন?" তারা একটা সাইনবোর্ড দেখালো, সাইনবোর্ডে লেখা "১৮ ছাড়া প্রবেশ নিষেধ"। ****** "নিয়া যান স্যার, এই কুকুরগুলা এক নাম্বার প্রভুভক্ত। যতবারই কেউ নিছে, ততবারই মালিকের ... মানে আমার কাছে ফিরা আইছে। " ****** প্লেনে যাচ্ছেন বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা। ক্লিনটন: আমি এখান থেকে একটা ১০ ডলারের নোট ফেললে একজন উপকৃত হবে।

বুশ: আমি এখান থেকে ১০টা ১০ ডলারের নোট ফেললে দশজন উপকৃত হবে। ওবামা: আমি এখান থেকে ১০০টা ১০ ডলারের নোট ফেললে একশোজন উপকৃত হবে। পাইলট: আমি এখান থেকে আপনাদের তিনজনকে ফেললে সমগ্র জাতি উপকৃত হবে। ****** "হে প্রভু! আমাকে ধৈর্য দাও। এখনই দাও।

এখনই!!!" ****** এইবার রিপোস্ট -- কিছু পুরনো বিজ্ঞাপন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।