আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকে যৌথ অ্যালবাম

বিয়ে, জন্মদিন, ভ্রমণ কিংবা বড় পরিসরে কোনো আয়োজনের ছবি শেয়ার করতে ফেইসবুক নতুন এ সংযোজন করেছে। এতে ফেইসবুকে কেউ শেয়ারড ফটো অ্যালবাম তৈরি করে বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে। আমন্ত্রিত প্রত্যেকে অ্যালবামে সর্বোচ্চ ২০০টি ছবি শেয়ার করতে পারবেন।
ফেইসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ফিচারটির মূল নিয়ন্ত্রণ থাকবে একজনের কাছে। তিনি চাইলে আপলোড করা কোনো ছবি অ্যালবাম থেকে মুছে ফেলতে পারবেন। তবে যারা ছবি আপলোড করার অনুমতি পাবেন, তারাই শুধু নিজেদের আপলোড করা ছবি সম্পাদনা করতে পারবেন।
ফেইসবুকের সফটওয়্যার প্রকৌশলী বব বল্ডউইন জানিয়েছেন, অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে নতুন শেয়ারড ফটো অ্যালবামে তিন ধরনের প্রাইভেসি সেটিংস থাকছে। পাবলিক, অংশগ্রহণকারীদের বন্ধু এবং অংশগ্রহণকারী নামে সেটিংস নির্ধারণ করা যাবে। এতে অ্যালবাম মালিকের যৌথ ছবি শেয়ারের উপর নিয়ন্ত্রণও বজায় থাকবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।