আমাদের কথা খুঁজে নিন

   

নিয়তি ( দ্যা ফেট !!! )

আম্মুর চাকুরির সুবাদে আমরা হাসপাতাল কোয়াটারে থাকি । আমার জন্ম কোয়াটারেই...বড়ও হয়েছি এই কোয়াটারেই । ঘটনা-১ যখন ক্লাস টুতে পড়তাম তখন আমাদের পাশের কোয়াটারের এক বড় আপুকে খুব ভালো লাগত । আপু তখন কলেজে পড়ত । সেও আমাকে খুবই পছন্দ করত ।

আমি ভাবতাম আহ আমি যদি আপুর মতো বয়সী হতাম তাহলে আপুকে বিয়ে করতাম ! আপুকে এই কথা অনেক বারই বলেছি, আপুকে যখনই এই কথা বলতাম আপু হো হো করে হেসে উঠত! এক সময় আপুরা বদলি হয়ে চলে গেল । অনেক খারাপ লেগেছিল আমার । ঘটনা-২ ক্লাস ফাইভে পড়ার সময় ভাল লাগল এক ডাক্তার আংকেলের মেয়েকে । সেও যথারীতি আমার সিনিয়র ! পড়ত ক্লাস টেনে । এমন কোন দুষ্টামি নাই যা আমরা দুইজন মিলে করিনি ।

দুইজন মিলে গাছে চড়তাম আর অসময়ে গাছের ফল পেড়ে সব নষ্ট করতাম! এ জন্য বাসায় বেদম পিটুনি খেতাম দুইজনেই । যথারীতি ডাক্তার আংকেলের বদলি হলো অন্য একটি জেলায় । যেদিন ওরা চলে যাবে তার আগের দিন রাতে আপু এলো আমার কাছে এসে বলল, তুই যদি আমার মতো হতি তাহলে আমি তোকে বিয়ে করতাম!! শালার ট্র্যাজেডি এবার উল্টা দিকে ঘটল !! এরপর বিভিন্ন সময় অনেক সিনিয়র আপুকে ভাল লেগেছে । এই সমস্যা শুধু আমার না, খোজ নিয়ে দেখলাম অনেকেরই আমার মতো সমস্যা ! এক আপুকে একদিন জিজ্ঞেস করলাম, আপু সমস্যা কি আমার বলেন তো! সিনিয়রদেরকে শুধু পছন্দ হয় ! আপনাদের মতো সুন্দরী মেয়ে আমাদের ইয়ারে খুব কম চোখে লাগে কারন কি ?? আপু বলল, ধৈর্য্য ধরো বৎস ! যখন বড় হবা আমাদের থেকেও অনেক সুন্দরী মেয়ে পাবা । কিন্তু আর যাই হোক এখন পর্যন্ত যত মেয়েকে আমার পছন্দ হয়েছে বেশির ভাগই সিনিয়র ! আশার কথা হলো, এই সমস্যায় শুধু আমি একাই ভুগি না, আরো অনেকেই আছে আমার দলে ! পুনচঃ ঢাকা মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়া আমার এক কাজিন প্রথম দিন ক্লাস করতে গিয়ে ওর মাথায় বাজ পড়েছে ! প্রথম দিন যে ম্যাডাম ক্লাস নিয়েছে উনি নাকি পরীর থেকেও বেশি সুন্দরী! যদিও আমরা কেউই পরী দেখতে কেমন জানি না ।

ছোট ভাই এখন শুধুই আফসোস করছে আর বলছে, হে আল্লাহ ! তুমি যদি আমারে ঢাকা মেডিকেলেই পড়াইবা তাহলে কেন আর ৬টা বছর আগে দুনিয়ায় পাঠাইলা না !! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।