আমাদের কথা খুঁজে নিন

   

ফোন দেখে যায় চেনা !

লেখক/কবি

কথায় আছে গোঁফ দেখে যায় চেনা, বিশ্বাস করুন আর নাই করুন, মোবাইল ফোন কিন্তু তার মালিকের সম্বন্ধে অনেক কথাই বলে দিতে পারে, সম্প্রতি নতুন এক গবেষণায় একথাই জানা গেছে। গবেষক সমাজ বিশ্লেষক ডেভিড চক বলেন কোন লোকের মোবাইল ফোন অন্য যে কাউকে তার কাজ, বিশ্রাম, খেলাধুলার সময়কার আচরণ সম্বন্ধে ধারনা দিতে পারে। খবর : টাইমস অব ইন্ডিয়া এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমটির সঙ্গে কথা বলতে গিয়ে ‘কুরিয়োর মেইল’ এর ভাষায় চক বলেন “আজ থেকে বিশ বছর আগে নিজের ফোন বলতে রান্না ঘরের দেয়ালে ঝুলানো সাদা রঙের ফোন কেই বুঝাতো, তারমানে এই নয় যে এখন এটি পুরোপুরি আপনার সামাজিক অঙ্গ হয়ে উঠতে পেরেছে। গাড়ির ক্ষেত্রে লোক জনকে প্রায়ই বলতে শোনা যায়, ‘ আপনি আপনার মতই একটি গাড়ি চালান’... আর এখন আপনার ফোনই অন্যদের কাছে আপনার পরিচয় বলে দিতে পারে। ” অন্যএক গবেষণঅয় গবেষক রয় মর্গান দেখিয়েছেন মোবাইল ফোন ব্রান্ডের মালিকদের মাঝে চিন্তা,চেতনা,আচরণ ও বয়সে পার্থক্যের স্পষ্ট প্রমান রয়েছে।

দেখা গেছে এক জন আই ফোন ব্যবহারকারী মনে করেন কম্পিউটার তাদের দৈনন্দিন জীবনের ওপর অনেক বেশী নিয়ন্ত্রণ এনে দিয়েছে। চকের মতে গাড়ির সঙ্গে তুলনায় আই ফোন হলও মোবাইল ফোন জগতের আলফা রোমিও। অন্যদিকে সনি এরিকসন ব্যবহারকারীরা পুরোমাত্রার সামাজিক জীবন এবং ফাস্ট ফুড পছন্দ করেন। এলজি হ্যান্ড সেট ব্যাবহার করেন তাদের বেশীর ভাগই ১৪ থেকে ২৪ বছরের মহিলা। চাকের মতে এটি মোবাইল ফোন জগতের কিয়া।

আবার স্যামসাং ব্যাবহার করছেন এমন লোকেদের বেশীর ভাগের বয়স পঞ্চাশের বেশী, এরা পোষাকে অনেকটা রক্ষণশীল, ঝুঁকি নিতে মোটেই পছন্দ করেন না। মোবাইল ফোন জগতে একে তাই ডায়াটসু বলে মনে করেন চাক। ব্ল্যাক বেরি ব্যাবহার করছেন এমন লোকেরা আয় করেন বেশী আর এদের বয়স ৩৫ থেকে ৪৯ বয়সের মাঝে। এবং নকিয়া ব্যবহারকারীদের বয়স দেখা গেছে ১৪ থেকে ২২ বছরের মাঝে, এদের বেশীর ভাগই আবার বিগত তিন মাসের কোন না কোন সময় আর্কেড ভিডিও গেমটি খেলেছে। চকের মতে এটি নিরাপত্তার চাদর...ফোন জগতের টয়োটা।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।