আমাদের কথা খুঁজে নিন

   

মহাপ্লাবনের মতো ছড়িয়ে যাবে ..

আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’
উইকিলিকসের তথ্য ছড়িয়ে যাবে মহাপ্লাবনের মতো বিশেষ সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ ভয়! সে আবার কিভাবে পেতে হয়? এমন প্রশ্ন উইকিলিকস সমর্থকদের মনে। বিশ্ব রাজনীতিতে কূটনৈতিক গোপন তথ্য ফাঁস করে আমেরিকাকে নাস্তানাবুদ করা আলোচিত এ ওয়েবসাইটটির কর্ণধার জুলিয়ান অ্যাসাঞ্জ যেন অন্য ধাতুতে গড়া। সুইডেনে কথিত যৌন হয়রানি মামলার আসামী হয়েছেন, সামরিক নথি ফাঁসের দায়ে মামলার প্রস্তুতি চলছে আমেরিকাতেও। অথচ কোন কিছুতেই থামছেন না তিনি। বরং রোববার নতুন করে মহাপ্লাবনের মতো গোপন নথি ছড়িয়ে দেয়ার ঘোষনা দিয়ে আবারো আলোচিত সাবেক এ অস্ট্রেলিয়ান হ্যাকার।

সিবিএস নিউজের সঙ্গে রোববার বিশেষ এক সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ বলেন, উইকিলিকসের তথ্য বিশ্বব্যাপি মহাপ্লাবনের মতো ফাঁস করা হবে। আগামীতে তথ্য ফাঁসের ঘটনায় উইকিলিকস স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে বলেও তিনি আশংকা প্রকাশ করেন। ‘৬০ মিনিট’ নামের সাক্ষাৎকার নির্ভর ওই অনুষ্ঠানে অ্যাসাঞ্জ বলেন, ‘আমাদের দলের একটি বিশেষ ব্যবস্থায় অনেক তথ্য এনক্রিপ্টেড (বিশেষ সংকেতে সংরক্ষিত) অবস্থায় আছে। এই তথ্যগুলো প্রকাশিত না হলেও তা এরইমধ্যে অনেক লোকের কাছে, প্রায় এক লাখ মানুষের কাছে বিতরণ করা হয়েছে। এখন আমরা কেবল তাদের একটি এনক্রিপ্টেড তথ্য (এনক্রিপ্টেড কি) দেব যার মধ্য দিয়ে এই তথ্যগুলো মহাপ্লাবনের মতো ছড়িয়ে পড়বে।

’ সম্প্রতি আমেরিকার সামরিক এবং কূটনৈতিক আড়াই লাখ গোপন তারবার্তা ফাঁস করে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলেন অ্যাসাঞ্জ। আর এ তথ্য ফাঁসের ঘটনায় বোকা বনে যায় আমেরিকার বাঘা বাঘা গোয়েন্দা সংস্থা। আর এ জন্যই অ্যাসাঞ্জের বিরুদ্ধে অপরাধ বিষয়ক তদন্দ শুরু করেছে আমেরিকা। অ্যাসাঞ্জ জানান, ‘যদি আমাদের একজনকেও কারাবন্দী অথবা খুন করা হয় তাহলে বুঝতে পারব আমরা এ কাজ চালিয়ে যেতে পারব না। আর তখন অন্যরা এর দায়িত্ব নিবে এবং আমরা তখন সংকেতগুলো প্রকাশ করব।

’ ৩৯ বছর বয়সী সাবেক অস্ট্রেলীয় এ হ্যাকার বলেন, কোন রাজনৈতিক বা আমেরিকা বিরোধী মনোভাবে উদ্বুদ্ধ হয়ে তিনি এ কাজ করছেন না। তিনি তার দলের কাজকে ‘সংবাদমাধ্যমের স্বাধীন কার্যক্রম’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা তিমি রক্ষার কথা বলছি না। আমরা এমন তথ্য জনগণকে দিচ্ছি যার মধ্য দিয়ে একজন বুঝতে পারবেন তিনি তিমি শিকার সমর্থন করবেন নাকি করবেন না। ’ সূত্র : সিবিএস, দ্য টেলিগ্রাফ, এএফপি, গার্ডিয়ান
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.