আমাদের কথা খুঁজে নিন

   

উত্তুরে হাওয়ায় ঝরাপাতার দিন...................

সব লেখার স্বত্ব লেখকের সংরক্ষিত

উত্তুরে হাওয়ার আয়ু শেষের পথে। পাতাঝরা দিনগুলো চলে যাওয়ার প্রহর গুনছে। ছোটবেলায় স্কুল থেকে ফেরার সময় এই দিনগুলোর কথা খুব মনে পড়ে। শীত যাই যাই করছে । হটাৎ হটাৎ বয়ে যাওয়া উত্তুরে হাওয়ার টানে সরসর করে গাছের পাতা উড়ে উড়ে পড়ছে।

সবকিছু ভুলে মাঝে মাঝে এলোমেলো রাস্তা ধরে হেটে চলে যেতাম কোথাও। কোন ঠিক নেই কোন রাস্তা নেই । যেতে ভাল লাগছে তাই চলা। শনশন করে উড়ে আসা বাতাস গায়ে লাগিয়ে হাল্কা রোদর মধ্যে এই চলা এখনও শরীরে লেগে আছে। চোখ বন্ধ করলেই আমি চলে যেই সেই পাতাঝরা প্রায় নির্জন রাস্তায়, গায়ে এসে বাতাস ঝাপটা দেয়, উত্তুরে বাতাস তার চলে যাওয়ার গল্প বলে ফিসফিস করে।

অদ্ভুত আর অজানা অনুভূতিগুলো খেলা করে মনে। সময় থেমে যায়, রাস্তা হারিয়ে যায়, উদাস হয়ে যায় মন। চোখখুলেই আবার এই উচু অট্রালিকার মধ্যে নিজেকে বন্দী দেখি, জীবনের কাছে বন্দী।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।