আমাদের কথা খুঁজে নিন

   

হোসনি মোবারকের দিন শেষ : মিশরের রঙ্গমঞ্চে আবির্ভূত হচ্ছেন আর এক ফখরুদ্দিন

....

আমি মিশরের জনগণের পক্ষে এবং আমি চাই স্বৈরশাসক হোসনি মোবারকের ৩০ বছরের স্বৈরশাসনের অবসান হোক। কিন্তু বলতে দ্বিধা নেই মোবারককে ক্ষমতা থেকে নামানোর জন্য যখন আমেরিকা, বৃটেন, ফ্রান্স, জার্মানী অভিন্ন সুরে অভিন্ন বক্তব্য পেশ করে তখন আমার মনে নানা সন্দেহ উঁকি মারতে থাকে। যে আমেরিকা পাকিস্তানের সেনাশাসক পারভেজ মোশাররফকে প্রায় এক দশক ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে সহায়তা করে, সে আমেরিকা যখন মিশরের জনগণের জন্য মায়াকান্না কাঁদে তখন সামান্য বুদ্ধিসম্পন্ন মানুষেরও একথা বুঝতে বাকি থাকে না যে, আমেরিকার কাছে মোবারকের প্রয়োজন ফুরিযেছে এবং আর একজন মোবরাককে ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে। মিশরের জনগণের পঞ্চম দিনের বিক্ষোভ এবং মোবারকের ক্ষমতা আঁকড়ে থাকার শেষ কৌশল হিসেবে মন্ত্রীসভা ভেঙ্গে দেয়া এবং নতুন ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নিয়োগের পর আমেরিকা, বৃটেন, ফ্রান্স ও জার্মানী যে বিবৃতি দিয়েছে তা বেশ কৌতুহলদ্দীপক। বিবিসির সংবাদ পড়ুন।

Click This Link সংবাদের নির্বাচিত অংশের অনুবাদ (আমার কাচা হাতের অনুবাদ পড়তে কেমন লাগবে জানি না): মিশরের বিক্ষোভ: হোসনি মোবারক বিশ্বচাপে আমেরিকা, বৃটেন, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রপ্রধানরা মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের প্রতি সহিংসতা এড়ানো ও রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের আহবান জানিয়েছেন। ...হোয়াইট হাউস বলেছে, ‌‌‌‌‌‌‌"তারা সরকারের সংযম, জনগণের অধিকার এবং রাজনৈতিক সংস্কারের জন্য বাস্তব পদক্ষেপের উপর জোর দিয়ে যাচ্ছে। " বৃটেন, জার্মানী ও ফ্রান্স একই আহবান জানিযেছে। বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মানীর চ্যান্সেলর এনজেলা মারকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি একটি যুক্ত বিবৃতিতে বলেন,‌ " আমরা মিশরের নিরস্ত্র ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সাথে সহিংস আচরণ করা থেকে বিরত থাকার জন্য হোসনি মোবারকের প্রতি আহ্বান জানাচ্ছি। " এবার গার্ডিয়ানের সংবাদ পড়ুন।

Click This Link সংবাদের নির্বাচিত অংশের অনুবাদ: মিশরের বিক্ষোভ: ক্ষমতা আঁকড়ে থাকার উন্মত্ত প্রচেষ্টা চালাচ্ছেন হোসনি মোবারক প্রেসিডেন্ট ওবামা মোবারকের সাথে ফোনে কথা বলেছেন। ওবামা তাকে বলেছেন, মোবারকের রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতির বাস্তবায়ন অর্থবহ হওয়া উচিত (মানে হলো, শুধু মন্ত্রীসভা ভেঙ্গে দিয়ে ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নিয়োগ দিলেই হবে না, বরং তোমাকে ক্ষমতা ছাড়তে হবে। )। ... বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল মিশরের বিক্ষোভকারীদের উপর সহিংস আচরণের বাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি রাজনৈতিকে সংস্কারকে গতিশীল করতে আরো দৃঢ় পদক্ষেপ নেয়ার জন্য মোবারকের প্রতি আহবান জানিযেছেন।

... জার্মানীর চ্যান্সেলর এনজেলা মারকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি একটি যুক্ত বিবৃতিতে বলেন,‌ মিশরের জনগণের অভিযোগ ন্যায্য এবং তারা একটি সুন্দর ভবিস্যতের জন্য লড়ছে। আমরা একটি রাজনৈতিক পরিবর্তনের সূচনা করার জন্য মেবারকের প্রতি আহবান জানাচ্ছি। মিশর নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর অবস্থান বুঝতে এই বিবৃতিগুলো খুবই সহায়ক। পাঠক লক্ষ করলে দেখবেন এই বিবৃতিগুলোর কোথাও মোবারককে সরাসরি পদত্যাগ করতে বলা হয়নি। সরাসরি বলাটা ভাল দেখায়ও না অবশ্য।

যে কথাটা বিবৃতিতে বলতে চেষ্টা করা হয়েছে, তা হলো মোবারক তোমরা দিন ফুরিয়ে গেছে। ঘটনা যদি এখানেই শেষ হতো তাহলে হয়তো ভালই হতো। কিন্ত ঘটনা তো এখানেই শেষ নয়। বরং দৃশ্যপটে খুব শীগগীরই উঠে আসবেন আর একজন ফখরুদ্দিন। আগ্রহী পাঠকরা সেই ফখরুদ্দিন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে নিচের লিংকে প্রবেশ করুন।

Click This Link বিশ্বনেতাদের মিশর বিষয়ক অবস্থান জানতে দুটি গুরুত্বপূর্ণ লিংক। টাইম ম্যাগাজিন: Click This Link নিউইয়র্ক টাইমস: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।