আমাদের কথা খুঁজে নিন

   

বিষ ধরাপরেছে স্কুলের নলকূপে

I want to write aboute social .

২৯শে জানুয়ারি ঝিনাইদহে একটি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপে কীটনাশক ঢেলে রাখে দুর্বৃত্তরা, তবে বিষয়টি ধরে ফেলায় বেঁচে গেছে শিক্ষার্থীদের প্রাণ। শৈলকূপা উপজেলার ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপে (টিউবঅয়েল) শনিবার বিষপ্রয়োগের বিষয়টি ধরা পড়ে। পুলিশের ধারণা, শুক্রবার রাতে নলকূপটিতে বিষ ঢেলে দেওয়া হয়। তবে কী কারণে এ বিষপ্রয়োগ করা হয়েছে, তা জানা যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিতা রানী সাহা সাংবাদিকদের বলেন, "স্কুল শুরুর পরপরই ছাত্রছাত্রীরা এসে জানায়, কলের পানি সাদা হয়ে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।

এরপর শিক্ষকরা টিউবওয়েলের কাছে গিয়ে নাকে কীটনাশকের তীব্র গন্ধ পান। " সহকারী শিক্ষক শফিকুল আলম বলেন, নলকূপের পাশে 'মেগাবেন' নামে একটি কীটনাশকের খালি বোতল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ নলকূপটি জব্দ করেছে। খবর পেয়ে পুলিশের সঙ্গে শৈলকূপা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু ও পৌর মেয়র কাজী আশরাফুল আজমও ঘটনাস্থলে যান। কীটনাশকের বোতলটিও জব্দ করা হয়েছে বলে শৈলকূপা থানার উপ-পরিদর্শক মো. শহিদুল্লাহ জানান।

থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, "এ বিষাক্ত পানি পান করলে অনেক ছাত্র মারা যেতে পারতো। কারা কী উদ্দেশ্যে বিষ ঢেলেছিলো পুলিশ তা তদন্ত করছে। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।