আমাদের কথা খুঁজে নিন

   

জীববৈচিত্র্যে ভরপুর আর ছোট মাছের প্রাকৃতিক প্রজননভূমি আড়িয়ল বিল: একটি বিমানবন্দর

যেখানে বাঁধ সেখানেই বিপর্যয়। তাই বাঁধ মুক্ত জীবনের জন্য চাই বাঁধ মুক্ত পৃথিবী

(কৃতজ্ঞতা: প্রথম আলো, ছবিটি আজ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। ) জীববৈচিত্র্যে ভরপুর আর ছোট মাছের প্রাকৃতিক প্রজননভূমি আড়িয়ল বিলে বিমানবন্দর প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে কয়েকদিন ধরে পত্রিকায় যে চিত্র প্রকাশিত হচ্ছে তা আমাকে আর একবার স্মরণ করে দিচ্ছে বিদ্যুতে দাবিতে কানসাট (চাঁপাইনবাবগঞ্জ) আর খনি খননের প্রতিবাদে ফুলবাড়ী (দিনাজপুর) -র গণমানুষের আন্দোলনের কথা। আমার পর্যবেক্ষণ যদি ভুল না হয়ে থাকে তবে এসব প্রতিবেদনে গণমানুষের আন্দোলনের যে চিত্র প্রকাশিত হয়েছে তা দেখে আমার মনে হয়েছে এদের কাউকে টাকা বা অন্য কোন প্রলোভন দেখিয়ে এই আন্দোলনে জড়িত করা হয়নি। এদাবি গণমানুষের।

কানসাট আর ফুলবাড়ীর আন্দোলন আমরা নিশ্চয় ভুলে যাই নি। সেখান থেকে কিছু শিক্ষাও কি আমরা নেব না? মুন্সীগঞ্জে নিশ্চয় পতিত জমির অভাব নেই যে বিমানবন্দর আড়িয়ল বিলেই করতে হবে? এমনিতেই জলবায়ুর বিরূপ প্রভাব আর মানুষের অপরিকল্পিত বাঁধ এদেশের জলাভূমিকে ধ্বংসের কিনারে নিয়ে এসেছে। এর সাথে যদি এমন অযাচিত অধিগ্রহণের মত ঘটনা চলতে থাকে তবে জীববৈচিত্র্যে ভরপুর আর ছোট মাছের প্রাকৃতিক প্রজননভূমি এই আড়িয়ল বিলের মত ধীরে ধীরে সব জলজসম্পদ ধ্বংস হয়ে যাবে। আমাদের স্মরণ রাখা প্রয়োজন একটি বিল দৈর্ঘ্য দিন ধরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এই পরিবেশের সাথে খাপ খেয়ে যুগ যুগ ধরে (প্রজন্মের পর প্রজন্ম) টিকে আছে আমাদের জীববৈচিত্র্য।

আর আমাদের ছোট মাছের অন্যতম ভাণ্ডার হচ্ছে বিল। আমাদের ছোট মাছ কমে যাবার অন্যতম কারণই হচ্ছে বিলের মতো জলাভূমি ধ্বংস হয়ে যাওয়া বা ধ্বংস করা। তাই আমার মত ‌এই বিমানবন্দর প্রথমত কোন পতিত ( যে জমিতে চাষ করা হয় না বা হলেও ফলন কম হয় বা হয়না বললেই চলে) জমিতে করা। কারণ এর প্রভাব কেবলমাত্র স্থলজ জীবের উপর পড়বে, বাংলাদেশ টিকে আছে যে কৃষি সেক্টরের উপর তার উপর পড়বে কম মাত্রায়। কিন্তু এক্ষেত্রে বিলকে বেছে নিলে এর প্রভাব স্থলজ ও জলজ উভয় ধরণের জীবের উপর তো পড়বেই তার সাথে ক্ষতিগ্রস্থ হবে কৃষি ও মৎস্য সেক্টরের সাথে জড়িত উভয়েই কারণ শষ্য ও মৎস্য উৎপাদন বিলেই বেশি হয়ে থাকে।

সবকিছু বিবেচনায় নিয়ে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেয়া এখন সময়ের দাবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।