আমাদের কথা খুঁজে নিন

   

ফুল নিয়ে বোমাবাজি!



দেশের বৃহৎ ফুলের মোকাম যশোরের গদখালীতে ফুল বেচাকেনা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে বাজারে তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। সংঘর্ষের সময় চায়নিজ কুড়াল ও রাম দা নিয়ে মহড়া দেওয়া হয়েছে। সংঘর্ষে তিনজন ব্যবসায়ী আহত হন। আহতদের মধ্যে জামালউদ্দিনকে (২৬) গুরুতর আহতাবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেলিম রেজা (৩৩) ও মিজানুর রহমানকে (৩২) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামে। গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম প্রথম আলোকে বলেন, রাজনৈতিক প্রভাব সৃষ্টির জন্য একটি পক্ষ এ সংঘর্ষে ইন্ধন জুগিয়েছে। এ মোকামের নিয়ন্ত্রণ নেওয়াই তাদের লক্ষ্য। একটি পক্ষ আগে থেকে অস্ত্র নিয়ে বাজারে অবস্থান নিয়েছিল বলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ফুল ব্যবসায়ীরা জানান, গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা সপ্তাহ খানেক আগে খুলনা শহরে ফুলের আড়ত খুলেছেন। ওই শহরের খুচরা ফুল বিক্রেতারা ওই আড়ত থেকে ফুল নিতে শুরু করেন। আগে সমিতির সদস্য মো. রাহাত খুলনার খুচরা ব্যবসায়ীদের কাছে ফুল সরবরাহ করতেন। তাঁর ব্যবসা মন্দা যাওয়ায় তিনি শামীম রেজাকে আড়ত বন্ধ করতে বলেন। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল।

সমিতির সভাপতিকেও বিষয়টি জানানো হয়। সকালে খুলনা শহরে ফুল পাঠানো নিয়ে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা চলছিল। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। বাজারে আতঙ্ক সৃষ্টির জন্য কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শী ও সাধারণ ব্যবসায়ীরা জানান। সমিতির সভাপতি আবদুর রহিম জানান, ‘বিষয়টি আমাকে জানানোর পর মীমাংসায় বসার জন্য সাধারণ সম্পাদককে বলেছি।

মীমাংসায় বসার আগেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঝিকরগাছা থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, বোমা বিস্ফোরণে কেউ আহত হয়নি। জামাল নামের এক ব্যবসায়ীর হাতে দায়ের কোপ লেগেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।