আমাদের কথা খুঁজে নিন

   

H264/MPEG-4 মানে .mkv ফরম্যাটের হাই রেজুলেশনের ফাইল চালানোর উপায়

দুনিয়া জুরে খালি প্রবলেম। তাই সকলের একই কাজ প্রবলেম সলভিং

আজকাল .mkv ফরমেটের ফাইল অনেক পাওয়া যায়। এগুলো সাধারণত হাইরেজুলেশনের হলে পুরান পিসি গুলার সমস্যা হয়। ভিডিও ঠিকমত চলে না, আটকিয়ে যায় বা সাউন্ড আর ভিডিও একসাথে আসেনা। এরকম অসুবিধায় যদি আপনিও ভুগেন তাহলে এই পোস্ট আপনার উপকারে লাগতে পারে।

উইন্ডোজ : ১ম: যদি এনভাইডিয়া বা এটিআই এর মোটামুটি দুইতিন বছরের মধ্যকার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনি এনভাইডিয়া এর PureVideo অথবা এটিআই AVIVO টেকনলজি সাপোর্টেড মিডিয়া প্লেয়ার ইউজ করে দেখতে পারেন। এ সম্পর্কে লেখা আমার উদ্দেশ্য না(কারন আমার এইরকম কার্ড নাই ) তাই এসম্পর্কে উইকিপেডিয়ায় দেখতে পরামর্শ দিবো। ২য়: CorePlayer সবচেয়ে ভালো পারফর্মেন্সের h264/mpeg4 প্লেয়ার। এটা চাইলে কোরপ্লেয়ার থেকে কিনে নিতে পারেন। আর যদি মাগনা চান তবে নিচের অংশ পরতে পারেন।

লিনাক্স(উবুন্টু): ১ম: যদি এনভাইডিয়া এর ৮ সিরিজ বা তার পরের কার্ড থাকে তাহলে VDPAU সমর্থিত কোনো প্লেয়ার যেমন smplayer ব্যবহার করে দেখতে পারেন। তবে VDPAU ঠিক মত ইউজের জন্য নেটের টিউটরিয়ালগুলা দেখতে পারেন। ২য়: CorePlayer এর কম্পানির ই প্লেয়ার ছারা আলাদা কোডেক হলো CoreAVC Codec । এটাও উইন্ডোজ অনলি হলেও লিনাক্স এ ব্যবহারের উপায় আছে। এই পদ্ধতিটা যত সহজে পারা যায় আমি ফেসবুকের একটা নোট এ লিখেছিলাম এইখানে ।

নোটটা পড়ে দেখতে পারেন( বাংলিশ ভাষার জন্য দুখিত :-( ) আমি আমার উবুন্টু পিসিতে যেই নোটের লিংক দিলাম সেভাবে CoreAVC কোডেকটা ইন্সটল করেছি। পারফর্মেন্স আগের থেকে ভালো অনেক (আমার পিসি মোটামুটি পুরানা ; আগে খালি আটকিয়ে যেত, এখন মোটামুটি দেখার যোগ্য)। আপনাদের কারোও কাজে লাগলে জানাবেন :-)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।