আমাদের কথা খুঁজে নিন

   

৫টাকায় অর্ধ ১০টাকায় পরিপূর্ণ

আমি ওসামা বিন নূর। আমি ভালবাসি নিজে সচেতন হতে এবং অন্যদের সচেতন করতে আর ভালবাসি লেখালেখি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিশুদের কিছু করা, কমিউনিটি সার্ভিস ইত্যাদি। আমি বাস্তবতায় বিশ্বাস করি। মানুষের জন্য এমন কিছু করতে চাই যেন তারা আমাকে নিয়ে অহংকার করতে পারে। আ

ইতিমধ্যে শেষ হল বিশ্ব ইজতেমার ১ম পর্ব ।

গত ২৩ই জানুয়ারী আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয় বিশ্ব ইজতেমা । আজ শুরু হচ্ছে ২য় পর্ব । শেষ হবে আগামী রবিবার আখেরী মোনাজাতের মাধ্যমে । প্রতিবছরই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমান আসেন বিশ্ব ইজতেমায় । এই ইজতেমাকে কেন্দ্র করে প্রতিবারই বিশেষ ব্যবসার কথা মোটামোটি সকলের জানা ।

দাঁত খোছানো এবং কান খোছানোর দন্ডটিও বিক্রি হয় রেকর্ড পরিমান । বিশেষ দিন গুলোতে যেমন দাম কমে যায় ব্যবহার্য্য প্রয়োজনীয় সামগ্রীর, তেমনি ইজতেমা উপলক্ষ্যে বেড়ে যায় এসকল কিছুর দাম । ৩দিনের এই ধর্মীয় সম্মেলনে লাখ লাখ মুসল্লীর তুলনায় ত্যাগখানার পরিমান তুলনামূল কম তাই বিকল্প ত্যাগ ইচ্ছাপোষন করতে হয় । টয়লেটে ত্যাগইচ্ছার বিশেষ অফার, পূর্বে ৫টাকায় ছিল শৌচকার্য সম্পাদন । বর্তমানে মূল্যহ্রাস পেয়েছে ।

যে কেউ ইজতেমা প্রাঙ্গনের বাইরে শৌচকার্য সম্পাদনে খরচ পরবে ২টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে মল ত্যাগের পক্রিয়াটিতে! একলাফে বৃদ্ধি পেয়েছে ১০টাকা । অতীতের দিন গুলোতে ১০টাকায় ত্যাগ সাধন করা যেত সেখানে এবছর মলত্যাগের সাথে সাথে আরোও ১০টি টাকাও ত্যাগ করতে হয় । মোটমাট ২০টাকা । নতুন এক ব্যবসার কথা শুনতে পেরেছি । আমার বন্ধু ডেমরা থেকে ৩দিনের এই মাহফিলে এসেছিল ।

সকলের সাথেই মুঠোফোন ছিল । প্রয়োজনে পরিবারের সাথে যোগাযোগ রাখতেই হয় তার সাথে প্রয়োজন ব্যালেন্স এবং চার্জ । যা হোক, মোবাইল চার্জের সুবিধার্থে করা হয়েছে (গোপন) মোবাইল চার্জ পয়েন্ট । যেখানে ৫টাকায় অর্ধব্যাটারি পরিমান চার্জ এবং ১০টাকায় পুরো ব্যাটারি চার্জ করতে পারবেন আগত মুসল্লিরা! আখেরী মোনাজাতের দিন এক একটি পত্রিকার পৃষ্টা বিক্রি হয় ২ টাকা দরে! ১৫টাকা কেজিতে পত্রিকা কিনে ২টাকায় বিক্রি ব্যবসা মন্দ নয় । বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মুসল্লিদের বোকা বানিয়ে ধোকা দেয়ার রীতি বন্ধ করতে প্রয়োজন সকলের সচেতনতা ও সহযোগীতা ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.