আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক ফ্রেন্ড ফাইন্ডার-এ নিজ মেইল আইডি পাসওয়ার্ড দেয়া কতোটা নিরাপদ?



ফ্রেন্ড ফাইন্ডার। ফেসবুকের একটি দরকারি প্লাগিন। আপনার ই-মেইল এড্রেস ব্যবহার করে বন্ধু খুঁজে দেয় এ টুল। কিন্তু এ টুল নিয়ে এখন নানা প্রশ্ন জাগছে। এর কারণ হলো নিরাপত্তার বিষয়টি।

ফ্রেন্ড ফাইন্ডার ব্যবহার করতে হলে আপনার ব্যক্তিগত ই-মেইল আইডি ও পাসওয়ার্ড দিতে হয়। যদিও ফেসবুক বলছে তারা আপনার আইডি কিংবা পাসওয়ার্ড স্টোর করবে না। কিন্তু ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা সাকারবার্গের ফ্যান পেজে হ্যাকারের আক্রমণ প্রমাণ করে ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থা যতটা বলা হচ্ছে ততোটা ভালো নয়। খবরটি পেলাম এখানে। গেল বছর ১০০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর ডাটা হ্যাকাররা ইন্টারনেটে ডাউনলোডের জন্য দিয়ে দিলে নিরাপত্তা নিয়ে ফেসবুক বিতর্কের মুখে পড়ে।

যদিও এ ঘটনার জন্য ফেসবুক ব্যবহারকারীদের প্রাইভেসি সেটিং লো লেভেল থাকাই মূল কারণ বলে দাবি করে ফেসবুক। বিস্তারিত এখানে কাজেই ফেসবুকে নিজের বিজনেস অথবা ব্যক্তিগত ই-মেইল এড্রেস কিংবা পাসওয়ার্ড দেয়াটা কতোটা নিরাপদ হবে তা’ নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা ফেসবুকের ফ্রেন্ড ফাইন্ডার ব্যবস্থায় পরিবর্তন আনতে ফেসবুক কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে। ব্যক্তিগতভাবে আমি ফেসবুকে নিজের বিজনেস কনটেক্ট বা পাসওয়ার্ড ব্যবহারকে নিরাপদ মনে করছি না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.