আমাদের কথা খুঁজে নিন

   

মা আমার মা - সবচেয়ে প্রিয় বন্ধু

সাদ আহাম্মেদ

যখন জ্ঞান হয়, ঠিক তখন থেকে বন্ধু হিসেবে তাকে পেয়েছি। হাত ঘুরিয়ে ঘুরিয়ে বাংলা অমৃতসম অক্ষর লেখা... ১,২,৩ ... ১০০ অথবা 1 - 100 তার কাছ থেকে শিখলাম। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় শখ করে মুক্তিযুদ্ধ নিয়ে একটা এক পাতার গল্প লিখে ফেললাম, লেখাটা সবাইকে পড়ে শোনালো সেই মানুষটাই। কত আগ্রহ নিয়ে, গর্ব নিয়ে... আমার জীবনের প্রথম গল্পের বইটা যখন কিনে দিলো মানুষটা, ৭ বছরের ছোট্ট আমি তার হাত ধরে আদর খেতে খেতে সেদিন স্কুল থেকে বাসায় ফিরলাম। আইডিয়াল, নটরডেম, এম.আই.এস.টি আমার পুরোটা শিক্ষা জীবনে মুখ শুকনো করে "তুই তো পড়িসনা, পাশ করবি কিভাবে" - এই কথাটা এত যত্ন করে একটা মানুষই বলতো।

এইচ.এস.সি তে এ+ পেয়েছি শুনে আমাকে জড়ায় ধরে এমন করে কেউ আর কাঁদেনি। যখন প্রকৌশল বিদ্যায় পড়ার সুযোগ পেলাম কেউ তার মত এত গর্ব করে বলতোনা - আমার ছেলে তো ইঞ্জিনিয়ার হয়ে যাবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বিয়ের দিন আম্মু আমার থেকেও বেশি ঘাবড়ে গিয়েছিলো। আমার পাশে যখন ছবি তুলতে আসলেন, তখন খুব ঘামছেন। এক ফাকে কানে কানে আমাকে বললো, "ঠিক করে বস।

ঘাবড়াইস না। আম্মু আছে" প্রিয় আম্মু, তুমি আমার জীবনের সবচেয়ে সেরা বন্ধু। তোমার সাথে কতদিন হলো একসাথে বসে ক্রিকেট খেলা দেখা হয়না। এজন্য আজকাল খেলাই দেখিনা। আমার প্রিয় খাবারগুলো এখন আর কারো কাছে রান্না করে দেয়ার দাবী করতে পারিনা।

আমার জামাগুলো এখন খুব মলিন থাকে কারণ তুমি যত্ন করে ইস্ত্রী করে, ভাজ করে রাখোনা। তোমার প্রিয় গানগুলো এখন আর তোমাকে শোনানোর জন্য বাজাইনা। আমি মনে প্রাণে বিশ্বাস করি, একজন মা এতোটাই পবিত্র হোন যে আল্লাহ যখন একজন মাকে তাঁর কাছে ডেকে নেন তখন সর্বোচ্চ সম্মানের সাথে ভালোবাসার সাথে আগলিয়ে রাখেন। আম্মু, আমার জীবনের সবচেয়ে পবিত্র বন্ধু তুমি রহমানুর রহিমের বাগানে পরম মমতায়, ভালোবাসায় থাকো এই প্রার্থনাই করি। যে ভালোবাসা আল্লাহ তোমার মনে আমার জন্য দিয়েছেন, সেই ভালোবাসার কয়েক কোটিগুণ তুমি তাঁর কাছে ফিরে পাও।

আমিন। **************************************************************** মাকে নিয়ে অনেক কিছু লিখতে ইচ্ছা করে। কিন্তু লেখার মত সামর্থ্য হয়না। খুব ভেতরে লাগে। আজকে সবখানে যখন বন্ধু দিবসের গল্প তখন সবার আগে আমার হারিয়ে যাওয়া মা-টার কথাই সবথেকে বেশি মনে পড়লো।

প্রিয় পাঠক, যাদের মা বেচে আছেন আজকের এই দিনে মা-র হাতটা ধরে একবার বন্ধু দিবসের শুভেচ্ছা জানিয়ে দেখবেন। আর মনে রাখবেন, যদি তা করতে পারেন এই জগতে আপনি অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ। এটা আমার মত কিছু মানুষ বুঝতে পারে যাদের মা নেই। সকল মায়ের জন্য দোয়া থাকলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।