আমাদের কথা খুঁজে নিন

   

দৃষ্টি আকর্ষন,দৃষ্টি আকর্ষন : জয় বাংলা নয় চাই জয় বাংলাদেশ এর ব্যাবহার কারন ভাষার জন্য দিয়েছি পাঁচটা প্রান আর এই বাংলাদেশী জাতীয়তাটার জন্য দিয়েছি ৩০ লক্ষ প্রান।

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন। । আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে আমাদের বর্তমান জীবনে “জয় বাংলা” একটি পরিচিত শব্দ। কারন রাজনৈ্তিক আন্দোলনগুলোতে আমাদের প্রিয়((!!!!)) নেতা-নেত্রীরা অহরহ এই বাক্যটি কারনে অকারনে ব্যাবহার করে থাকেন।

কিন্তু জয় বাংলা বলাটা আসলেই কতটা যুক্তিযুক্ত। বাংলা বলতে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের বাংলাদেশকে বুঝায় না। কারন ভারতেও একটি বাংলা ভাষাভাষী জনপদ বাস করে এবং তারাও বাঙ্গালী নামে পরিচিত এবং তাদের বাসস্থান পশ্চিম বাংলা নামে পরিচিত। ১৯০৬ সালে যখন বঙ্গভঙ্গ সংগঠিত হয়েছিল,তখন রবি ঠাকুর কিংবা কলকাতার কোনো নেতার কন্ঠেই প্রথম এই শব্দটি এসেছিল। পরবর্তীতে শেরে বাংলা এ কে ফজলুল হক,হোসেন সোরাওয়ার্দী প্রমুখ নেতারা এই শব্দটি ব্যাবহার করতেন।

তবে তারা যখন এই শব্দটি ব্যাবহার করতেন তখন ভারতবর্ষ অবিভক্ত ছিল। তাই তখনকার দিনে এই শব্দটি যথার্থ ছিল। কিন্তু বাংলাদেশ এখন আর অবিভক্ত ভারতের অংশ নয় এবং বাংলাদেশ কারো অধীনস্ত নয়। বাংলাদেশের এখন নিজস্ব স্বকীয়তা আছে এবং বাংলাদেশের পরিচয় হিসেবে অন্য কোন ভুখন্ড অথবা একটি ভাষার রেফারেন্স ব্যাবহার করার দরকার নেই। যেহেতু বাংলা বলতে পশ্চিম বাংলা এবং বাংলাদেশ উভয়কে বুঝায় তাই বলা যায় “জয় বাংলা” আমাদের একার সম্পত্তি নয়, পুর্ব বাংলা তথা বিশ্বের তাবত বাংলা ভাষাভাষীর অধিকার আছে “জয় বাংলা” বলার।

প্রকৃতপক্ষে “জয় বাংলাদেশ” বলাটা আমাদের একার অধিকার। যেহেতু আর দশটা বাংলা ভাষাভাষী জাতি থেকে আমরা ভিন্ন,তাই আমাদের উচিত “জয় বাংলাদেশ” ব্যাবহার করা। কারন পশ্চিম বঙ্গ যতই উন্নত হোক না কেন অথবা আয়তনে বড় হোক না কেনো তাদের সাথে আমাদের তুলনা হতে পারে না, যেহেতু আমরা স্বাধীন। তাই পশ্চিমবঙ্গের একজন মূখ্যমন্ত্রীর মুখের বানী এবং একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীর মুখের বানী একই হতে পারে না। কারন তাদের শুধুমাত্র বাঙ্গালী জাতিসত্তা আছে, আর আমাদের আছে বাংলাদেশী জাতীয়তা।

যেহেতু আমাদের নিজস্ব জাতীয়তা আছে, তাহলে কেনো আমরা জাতিসত্তা ব্যাবহার করতে যাব? আর হাজার হোক, একটা ভাষা আমাদের মুল পরিচয় হতে পারে না কারন “ভাষার জন্য দিয়েছি পাচটা প্রান আর এই বাংলাদেশী জাতীয়তাটার জন্য দিয়েছি ৩০ লক্ষ প্রান। ” অতএব,আমার মনে হয় আমাদের উচিত জয় বাংলাদেশ শব্দটি ব্যাবহার করা। জানিনা “সংসারের এতো ক্ষুদ্রের কথা অতো বড় কানে গিয়ে পৌছায় কিনা” তারপরও সবার কাছে আমার অনুরোধ নিজের জাতীয়তাটাকে যেন ভুলে না যাই, কারন স্বাধীন দেশের নাগরিকের এটাই সবচেয়ে বড় সম্পদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.