আমাদের কথা খুঁজে নিন

   

কেনন LBP 3300 মডেলের লেজার প্রিন্টার কে কে ইউজ করেন


আমি কামার্শিয়াল কাজের জন্য একটি ভাল মানের লেজার প্রিন্টার কিনতে চাই। প্রথম পছন্দ হচ্ছে এইচপি, কিনতু কমদামের মধ্যে এইচপির যে লেজার প্রিন্টার আছে সেগুলোর টোনার ছোট বেশি পেইজ প্রিন্ট করা যাবে না।এখন কেনন LBP 3300 মডেলের লেজার প্রিন্টার কেমন হবে । যারা এই মডেলে লেজার প্রিন্টারটি ইউজ করেন তারা এর সুবিধা অসুবিধার কথা জানান। এর প্রিন্ট কোয়ালিটি কেমন, প্রিন্ট স্পিড কেমন ইত্যাদি। আর বাজারে বর্তমানে পাওয়া যায় এইচপির ভাল একটি মডেলের নাম বলুন যার টোনার বড়, স্পিড ভাল চাইলে কালার পিন্টও করা যায় বাজেট (২৫-৩০ হাজারের মধ্যে)
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।