আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের নামকরণ .........



আমরা কি জানি আমাদের প্রিয় এই দেশের নাম বাংলাদেশ হলো কিভাবে ? আমাদের দেশের নাম কে রেখেছেন তা কি আমাদের জানার কোন আগ্রহ হয় ? ....... আসুন অআমরা জানি কেন আমাদের এই প্রিয় মাতৃভূমির নাম বাংলাদেশ রাখা হলো ! বাংলাদেশ নাম না হয়ে এটি অন্য নামও হতে পারত ! ১৯৬৯ সালে নির্ধারণ করা হয় আমাদের দেশের নাম বাংলাদেশের হবে। আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ বৈঠক করলেন। বিভিন্ন নেতা বিভিন্ন নাম প্রস্তাব করলেন ......... একজন নেতা বল্লেন, এই দেশের নাম স্বধীন বাংলা হোক , বং্গবন্ধু শুনলেন। একজন নেতার প্রস্তাব হলো এই দেশের নাম জয় বাংলা হলে ভাল হয় , বঙ্গবন্ধু শুনলেন । আরেক নেতা বল্লেন ,এই দেশের নাম বঙ্গভূমি হোক ।

.. বঙ্গবন্ধু সবার কথা মনযোগ সহকারে শুনলেন । তার পর বল্লেন , আমি একটি নাম দিয়েছি কেমন হয় বলত !? আমাদেন দেশের নাম হবে বাংলাদেশ । .... সবাই শুনে নামটা পছন্দ করলেন , এবং শুনতে চাইলেন বাংলাদেশ কেন রাখলেন ! বঙ্গবন্ধু বল্লেন " আমরা ১৯৫২ সালে সংগ্রামের মাধ্যমে নিয়েছি ভাষা , আর সে ভাষাটি হলো 'বাংলা', আর এখন সংগ্রামের মাধ্যমে অর্জন করব 'দেশ', এই দুটো ইতিহাস ও সংগ্রামকে এক করে হবে 'বাংলাদেশ' । " সাথে সাথে সবাই নামটা গ্রহন করলেন। যদিও ভারতবর্ষের বঙ্গভুমিকে অনেক কবি লেখক সংগ্রামী নেতারা বাংলাদেশ বলে অনানুষ্ঠানিক ভাবে সময় সময় ডাকতেন , কিন্তু একি দেশ ও তার স্বাধীন ভূখন্ডের নামকরন আনুষ্ঠানিক ভাবে সেদিনই হয় ।

....... সেইদিন এইদেশের নাম হলো বাংলাদেশ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.