আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগঃ ২০১১ ইজতেমার আখেরী মুনাজাত (১ম পর্ব ) ছবিব্লগ-০১ নতুন ছবি সংযোজিত .....

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>
শুরু ........ভ্যান গাড়ীতে হকারগিরি.....ব্যবসা মন্দ না বড়ই এর ভ্রাম্যমাণ দোকান ....... ভালই মিষ্টি এয়ারপোর্ট পুলিশ বক্স ওয়ারপোর্ট ওভার ব্রীজের উপর হতে .... আজমপুর ওভার ব্রীজের নিচে থেকে ...... হজ্জ মিনার ..... ১ দিনের পেপার বিক্রেতা ( লোকে রাস্তায় বসার জন্য কেনে ) বিমানবন্দর এর সামনের রাস্তা থেকে...... বিদ্যাশ যাইতাম মুন্চায় ব্যস্ত ট্রাফিক পুলিশ ....... বিদেশ ফেরত যাত্রী এবং লাগেজ ....... এয়ার পোর্ট ওভার ব্রীজের সামনের অংশ আইসক্রীম বিক্রেতা ......... মাস্ক ...... আহারে ! ২০১০ সালে মাস্কের কি কদর-ই না গেল সন্দেশ বিক্রতো ....... ১০ টেকা , এই যো লন ১০ টেকা .... এয়ারপোর্ট এর ফাইভ স্টার হোটেল এর নির্মানকাজ...দেখি বুকিং দিমু ভাবতেছি। চলছে সবাই সামনের দিকে , এই লোকের পিঠে পুটলি .......... জসিমউদ্দিন রোডে " পেটুক রেস্ট্রুরেন্ট " আমির কমপ্লেক্স ..... আমির খান না আবার ..... রাজউক কলেজের পাশের মসজিদ মাঠ। এখানে থামি মোনাজাতের জন্য। আমরা অবশ্য মসজিদের ভিতরে বসে এফ এম রেডিওতে মোনাজাত শুনতে পাই, আর মাঠে ১টা মাইক-ও ছিল তার শব্দও শুনতে পাই ।

প্রতিবারের মত এবারও বিদেশীদের দেখা মিলল এয়ার পোর্ট ব্রীজের উপরে ভিডিওরত । তাদের ক্যামেরা মডেল দেখার চেষ্টা করলাম, বুঝলাম না, খালি দেখলাম ২৪ এক্স অপটিক্যাল জুম লেখাটা ..... আবার এই আন্কেলকে দেখি প‌্যানাসনিকের একটা ক্যামেরা নিয়ে রেকডিং করছেন। খুব ব্যস্ত মনে হল। না হলে মডেল আর দামটা শুনে নিতাম। মোট ছবি আছে ৩০০ + তাই আজকে আর না।

কয়েকদিন ধরে এবং কয়েকটা ক্যাটাগরিতে ছবি ব্লগ দিতে থাকব। সব রকমের মানুষের ছবি-ই আছে। পরের গুলোও দেখবেন আশা করি। পরের গুলোও দেখবেন আশা করি।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।