আমাদের কথা খুঁজে নিন

   

তোমারে না চিনিলাম আমি..........

সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম যে করেনা কখনও বঞ্চনা....

ওরে আমার ভিতর কে সে আমি তারে চিনলাম এক জনমে একবার খুঁজলে তারে এক নিমিষেই চিনতে পারতাম এক মনে। বাঁধন হারা আমি এক ছন্নছাড়া দলছুট রাজহংস আমি দ্বিবিধ ঘর পোড়া মরা জরা সকল ভুলি জলে স্থলে অন্তরীক্ষে চলি ধ্যান মান তুচ্ছ করি আমি আত্মহারা। মনে যত চাপা কষ্ট ভেবে ভেবে সময় নষ্ট পাপ পুন্যে দুষ্ট ভারী আমি জিন্দা মরা যেদিকে যাই সেদিকেই চাই চাওয়া পাওয়ার নাই সীমা নাই যারে ছাড়ি সে আমাকে ধরি হয় কুলহারা। আমার জীবন গেল গোলেমালে মিছামোহে স্বার্থক জনম খেলার ছলে বিফলে তবু চিনলাম না তো তোমারও তুমি আমার আমি দিক হারা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।