আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিশ্ববিদ্যালয় এর সার্টিফিকেট ধারীরা সব রামছাগল (ছবি সহকারে প্রমান)

জন্মের প্রয়োজনে ছোট ছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি

জানি বেশ ক্ষেইপা গেছেন। মাইনাস দেওনের লাইগা ছটফট করতাছেন। কিন্তুক উপায় নাই গোলাম হোসেন.. সামু মামা তা উঠাইয়া দিছে। যতই ক্ষেপেন, রাগেন, গালি দেন যাই করেন না কেন কথাটা সত্য। প্রমান চান ? তাইলে যে সকল ভাই বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাটিফিকেট পাইছেন (প্রভিশনাল না, মূল সার্টিফিকেট) তারা দয়া করে সেইটা বাত্তির উপরে রাইখা দেখেন... একটা চার পেয়ে রাম ছাগলের জল ছাপ আছে। তার আবার দাড়িও আছে... আপনার দিকে তাকাইয়া দাঁত কেলাইয়া হাসতাছে। যে সকল ভাই ও বোনেরা ওইটারে বাঘ বইলা নিজেরে সান্তনা দেওনের চেষ্টা করতেছেন তাগে লাইগা আরো নিশ্চিত করাজ জন্য নিচে লিখাও আছে "Goat Skin Parchment Paper". ওহন কি কইবেন? ৪ বছর এর কোর্স ৬ বছরে শেষ কইরা এই হাস্যময়ী রাম ছাগলের জল ছাপ এর সার্টিফিকেট পাওয়ার দুঃখে আমার মত হাত পাকান... কিন্তু গদাম টা দিবেন কারে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.