আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালায়ন নিলাম। এখন পুরা দৌড়ের উপরে আছি।

http://www.facebook.com/Kobitar.Khata

গত ৫/৬ দিন জিপি ইন্টারনেটের এত খারাপ অবস্থা যে ভাষায় প্রকাশ করার মতো না। কোন পেজই ওপেন হয় না। মাঝে মাঝে ওপেন হয় তবে ২০/২৫ মিনিট অপেক্ষা করার পর। মেজাজ খারাপ করে সেলবাজারে জিপি মডেমে বিক্রির একটি এড দিলাম। বিকেলে একটি ছেলে ফোন দিল।

একদাম ১৫০০ টাকায় বিক্রি করে দিলাম। বিক্রি করে সোজা চলে গেলাম বাংলালায়ন পয়েন্টে। একটি মডেম ও কার্ড বাবদ খারচ হলো ১০৯৯+৩০০=১৩৯৯/= পকেটে আরো রয়ে গেল ১০১ টাকা। পিসিতে কানেকশন দিয়ে দেখি পুরা দৌড়ের উপ্রে আছি। মনে হচ্ছে এতদিন হেঁটেছি আর এখন রকেটে ছুটে চলেছি।

৬ এমবি এর একটি ফাইল ডাউনলোড দিয়া দেখি এক/দেয় মিনিটের মধ্যে লোড হয়ে গেছে! কি তাজ্জব ব্যপার!!! জিপি দিয়েতো কমপক্ষে ৩০/৩৫ মিনিট লাগত। ডাউলোড স্পিড ৮০+ পর্যন্ত পেয়েছি। এখন নতুন ভয়। জিপির ১ জিবি দিয়ে প্রায় একমাস চলে যেত। বাংলা লায়নের যা স্পিড তাদে যদি ৫ দিনে ১ জিবি শেষ হয়ে যায় আমার কি হপে ভয়ে আছি, যদি আমার জিপির খোজ করা লাগে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.