আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ২৩

২৬ ফেব্রুয়ারি, ২০১৩: # ৩০ লক্ষ মানুষকে যদি একজনের উপর একজন করে শোয়ানো হয় তাহলে তার উচ্চতা হবে ৭২০ কিলোমিটার, যা মাউন্ট এভারেস্টের উচ্চতার ৮০ গুন! ৩০ লক্ষ মানুষ যদি হাতে হাত ধরে পাশাপাশি দাড়ায় তাহলে তার দৈর্ঘ হবে ১১০০ কিলোমিটার, যা টেকনাফ থেকে তেঁতুলিয়ার মধ্যকার দূরত্ব থেকেও ঢের বেশি! ৩০ লক্ষ মানুষের শরীর মোট রক্তের পরিমান ১.৫ কোটিলিটার, যা পদ্মা নদীতে প্রতি সেকেন্ডে প্রবাহিত পানির সমান! ৩০ লক্ষ মানুষকে যদি ২৬৬ দিনে হত্যা করতে হয় তাহলে প্রতি মিনিটে গড়ে ৭ জনেরও বেশি বাঙালিকে হত্যা করতে হয়েছে! এগুলো শুধু পরিসংখ্যান না, এই সংখ্যা গুলোর মাঝে একটা জাতির ত্যাগ আর বীরত্বের ইতিহাস লুকানো। এতখানি ত্যাগে ভূ-খন্ডটা স্বাধীন হয়েছে হয়তো, একটা সীমান্তের কাঁটাতার দিয়েছি বটে কিন্তু দেশটাকে পুরোপুরি স্বাধীন করা যায়নি। শর্শের মধ্যে রয়ে গেছে ভুত। আবার যুদ্ধে নেমেছি। এবার পুরো দেশটা স্বাধীন করেই ফিরবো।

২৭ ফেব্রুয়ারি, ২০১৩: # ১। 'মেশিনম্যান' আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী ওরফে দেলু রাজাকারের রায় সম্ভবত: আগামীকালই। ২। '৭১ এর 'দৈনিক সংগ্রাম' পত্রিকার ভূমিকা পালন করে যাচ্ছে 'আমার (পশ্চাৎ)দেশ'। '৭১ এর হিন্দু কাফেরদের গ্যানজাম ইস্যু ৩৬০ ডিগ্রি ঘুরে হয়ে গেছে '১৩ এর নাস্তিকের আন্দোলন ইস্যু।

৩। ম্যাডাম পুত্র কোকোর পাঁচারকৃত ৮ কোটি টাকা দেশে ফেরত দিচ্ছে সিঙ্গাপুর। মাহমুদুর রহমান হয়তো এ কথাটা ভুলে গেছেন লিখতে। স্বাভাবিকই। সব কথা লিখলে তো ৮ টাকার পত্রিকা ১২ টাকা করেও হবে না, ১৫/২০ টাকা করা লাগবে, এটা সে ভালোই বোঝে।

৪। একটা অভ্যাস হয়ে গেছে। রুমের ভিতর হুটহাট করে অজান্তেই 'তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা' স্লোগানটা দিয়ে উঠছি কদিন ধরেই। এই স্লোগানটার মাঝে একটা নেশা আছে বোধ করি। ৫।

এখন আন্দোলন শহরের চৌরাস্তায় আবদ্ধ না রেখে প্রান্তিক পর্যায়ে পাঠানোটা যৌক্তিক হবে বলে মনে করি। মানুষের মাঝে এখনও আন্দোলন নিয়ে যথেষ্ট মিস কনসেপশন। ৬। বার্সেলোনা-রিয়াল ম্যাচটা দেখেছি। যোগ্য দল হিসেবেই রিয়াল জিতেছে।

ম্যাচটা নিয়ে বিশাল একটা লেখা লিখতে পারতাম। ইচ্ছে হয়না। সব লেখা চলে যায় গণজাগরণের জোয়ারে ভেঁসে। ৭। তুমি কে, আমি কে? বাঙালি, বাঙালি।

২৮ ফেব্রুয়ারি, ২০১৩: # বাংলাদেশ ক্রিকেট দলের ক্লোজ ম্যাচ গুলোতে আমার হার্ট কিছুক্ষণ বন্ধ হয়ে থাকে। সেই অনুভূতিটা ফিরে এসেছে আজ। হার্ট অ্যাটাকে মারা গেলে কেউ আমার এপিটাফে সাঈদীর ফাঁসির রায়টা লিখে দিও। # ফাঁসি.… আর লিখতে পারছি না। জয় বাংলা।

# মেশিনম্যান দেলু দাদুর ফাঁসির রায়ে ইসলামি ছাত্রীসংস্থার মেয়েদের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো বলে যাদের চোখ ভিজে যাচ্ছে, তাদের বলি, আমার মত অবিবাহিত লাখো তরুণেরও কম ক্ষতি হয়নি দেলু দাদুর ফাঁসির রায়ে। এই নিরস দুনিয়ায় নাটোরের বনলতা যে দু'দন্ড সুখ দিতে পারেনি তাই দিয়েছিলো দেলু দাদুর লিকড অডিও টেপ স্ক্যান্ডাল। আহা, দু:খে আমার মেশিন ভিজে যাচ্ছে জলে। ওরে কেউ তোরা 'আমার পশ্চাৎদেশ' ব্রান্ডের টয়লেট ট্যিসুটা দে না রে! # ১। রায় দিলো ট্রাইব্যুনাল আর বাঁশখালি, সাতকানিয়া, নোয়াখালিতে ভাঙা হচ্ছে নিরীহ হিন্দুদের বাড়ি, মন্দির।

অন্যদের সাথে না পেরে নিরীহ মানুষের উপর অত্যাচারটুকু করে নাও। সাঈদী শতাধিক হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করেছিলো। শতশত হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়েছিলো। শিষ্যরাও ঠিক সেই কাজটাই করছে। এতে আর নতুন কী? ২।

'৭১ এ সাঈদীর অনেক ধর্ষণের রেকর্ড প্রমানিত হয়েছে। এরপর অডিও স্ক্যান্ডাল তো আছেই। যারা তাদের এই জঘন্য পাপী 'বাপ'-এর জন্য রাস্তায় নেমেছে তাদের জন্ম নিয়ে সন্দেহ হয়। ৩। সত্যি বলছি, কিছুদিন আগেও রাস্তা-ঘাটে পুলিশের গুলিতে শিবিরের ছাগুগুলোকে কুকুর-বিড়ালের মত পড়ে থাকতে দেখলে একটু খারাপই লাগতো! এখন আনন্দ হয়।

রিপিট অ্যাগেইন, আনন্দ হয়। মরা সাপের বাচ্চা দেখতে ভালোই লাগে! ৪। যারা ভাবছেন সাঈদীর আইনজীবীরা আপীল করলে শাস্তি মওকুফ হলেও হতে পারে, তাদের জানিয়ে রাখি, দু'টো মামলায় ফাঁসি হওয়াতে বাকি ছয়টা প্রমানিত মামলাতে রায় দেওয়াই লাগেনি। স্টিল পেন্ডিং। সুতরাং, কোনো চান্সই নেই বাঁচার।

৫। একটা বিদেশি কুত্তার ফাঁসির রায় দিলো প্রিয় দেশ। কুত্তার দেহটা যাতে এদেশের মাটির নিচে শহীদদের সাথে না আশ্রয় পায়, দরকার হলে সেই আন্দোলনেও নামবো। লাহোরে জামাতের হেডকোয়ার্টারে ওর লাশটা যেন পাঠানো হয়। ৬।

সাঈদীর সর্বনিম্ন, আই রিপিট, সর্বোচ্চ নয়, 'সর্বনিম্ন' রায়টাই হয়েছে। ওর ম্যাশিন কেটে ওর চর্বির তেল দিয়েই ভেজে ওরেই খাওয়ানো যেত! ৭। রাজীব ভাই, আপনাকে মুষ্টিবদ্ধ হাতটা দেখাতে পারলেও 'ভি' চিহ্নিত আঙুল দু'টো দেখাতে পারলাম না। আজ আপনি একটু খুশি তো? জাহানারা ইমাম, মা, আপনি দেখছেন? ভাগীরথী-মধুসূদন, বিয়াল্লিশ বছর পর আপনাদের একটা শান্তির রাত দিতে পেরেছি সম্ভবত:। ৮।

কাদের মোল্লার রায়টা একটা টনিক। আর কেউ ফাঁসি ছাড়া ফিরতেই পারবে না। ফিরতে দেবো না। ৯। টিভির সামনে দীর্ঘক্ষণ বসেছিলাম আজ।

শতশত বার ফেসবুক রিলোড দিয়েছি রায় হওয়ার আগে পর্যন্ত। ফেসবুক বন্ধ করে দিচ্ছে শুনে লগ আউটই করিনি আজ। জীবনে এতক্ষণ একটানা ফেসবুকে লগ-ইন থাকার রেকর্ড নেই আমার! রায়ের পর প্রথম ফোনটা দিয়েছি মা কে। রায় পাওয়ার পর সবার 'লাইক' বাটনে প্রেস করতে করতে আঙুল ব্যথা করে ফেলেছি। বাংলাদেশ ক্রিকেট দল জেতার পরেও এই কাজটা করতে ফেসবুকে আসি আমি।

আজকের জয় আরও বেশি কিছুই ছিলো। ফেসবুক জুড়ে আজ কী সুন্দর সুন্দর সব স্ট্যাটাস! ব্লগ জুড়ে কী সুন্দর সুন্দর পোষ্ট! 'ফাঁসি' শব্দটার কী অসাধারণ ব্যাপ্তি। মানুষ এত সুন্দর করে লেখে কিভাবে? ১০। ধন্যবাদ শাহবাগ। জয় বাঙলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.