আমাদের কথা খুঁজে নিন

   

জুয়া, অতিলোভ, মাল্টিলেভেল মার্কেটিং ও প্রতারণা

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

ড. আর এম দেবনাথ আমাদের ছোটবেলায় গ্রামাঞ্চলে জায়গায় জায়গায় মেলা বসত। ছোট ছোট গ্রামীণ এসব মেলায় বিভিন্ন পেশার লোকেরা নানাবিধ আকর্ষণীয় জিনিস নিয়ে আসত, বিশেষ করে বাচ্চাদের জন্য। বড় বড় মেলায় অবশ্য নানা ধরনের আকর্ষণ থাকত। ওইসব মেলায় বিচিত্র পেশার লাখ লাখ, হাজার হাজার লোক অংশগ্রহণ করত।

দেখতাম প্রায় বড় মেলাতেই থাকত জুয়ার আসর। জুয়া খেলা সামাজিকভাবে ছিল নিন্দিত। কিন্তু কী যুবক, কী পূর্ণবয়স্ক, কী প্রৌঢ়, কী বৃদ্ধথসব শ্রেণীর মানুষকেই দেখা যেত জুয়ার আসরে। এখানে ধনী-দরিদ্রের মধ্যে কোন ভেদাভেদ ছিল না। এ খেলায় প্রচুর মানুষ সর্বস্বান্ত হতো।

এসব দেখে গ্রামের এক শ্রেণীর বিবেকবান মানুষ বলতেন, লোভেল বশবর্তী হয়ে জুয়া খেলা উচিত নয়। জুয়া বা পাশা খেলে ’মহাভারতের’ অন্যতম প্রধান নায়ক যুধিষ্ঠির রাজ্য হারিয়েছিলেন। এ উদাহরণ দিয়ে গুরুজনরা জুয়ার বিরুদ্ধে বলতেন। কিন্তু জুয়া খেলা বন্ধ হতো না বিস্তারিত পড়তে নীচের লিংক দেখুন- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।