আমাদের কথা খুঁজে নিন

   

"দেখেছো কি তাকে?" অসাধারণ একটি গান

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে

অনেক দিন ধরেই এই গানটির খোঁজ করছিলাম। কোনো একটি অনুষ্ঠানে গানটির অংশবিশেষ শোনে বিমোহিত হয়ে গিয়েছিলাম। অসম্ভব সুন্দর কথা আর সুর গানটিকে আরো প্রাণবন্ত করে তোলেছে। আমার জীবনে শোনা যত গান আছে তার মধ্যে নিঃসন্দেহে এটি অন্যতম। আপনারা যারা এখনো গানটি শোনেনি তারা অবশ্যই শোনার চেষ্টা করবেন।

আর গানের কথাগুলি এখানে দিয়ে দিলাম। “দেখেছো কি তাকে” a bangla song of Subhamita Benarjee দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, তার কি জানো কি না জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়. মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়…. ঝরা পাতা ঊড়ে তাকে ছোঁয়ে বলে যা যা রে, এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা… তাই সে যায় ছোটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বুলায় রংধনুকে চায় । দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। । আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে? কিছুতেই তার কাছে দেয় না না না…. তবু তার মেঘে উড়ার অন্তহীন টানে, ভিজে হাওয়ায় পাখিরা গায় রংধনুকে চায়।

জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে বলবে পাখিরা ওরে মেঘ তুই গা গা গা… তোর কাছেই আসবে গান তোর কাছেই যাবে, যারা হারায় রূপকথায় রংধনুকে চায় দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.