আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কি কখনো ভূত দেখেছো।

প্রদীপ হালদার,জাতিস্মর। তুমি কি কখনো ভূত দেখেছো নাকি আমাকে দেখাতে পারো। তুমি কি কখনো ভূতের সাথে কথা বলেছো নাকি আমাকে ভূতের সাথে কথা বলিয়ে দিতে পারো। আমি জানি তুমি কোনোটাই পারো না মুখে ভূতের কথা বলা ছাড়া আর কিছুই করতে পারো না। ভূত তো তুমি দেখো নি কেমন করে দেখাবে ভূতের সাথে কথা বলো নি তো কেমন করে কথা বলাবে।

আর যদি ভূত দেখেও থাকো সেও তো নিজের দুটি চোখে নাকি ভূতের বর্ণনায় বিশ্বাস আনাতে তুমি অন্ধ তাদের চোখে। ভূত তো তুমি দেখো নি তার বর্ণনা দেবে কি আর দেখেও যদি থাকো সেই বর্ণনাতে তুমি বলবে কি। তোমার চারপাশে কত কি দেখো সঠিকভাবে বলতে পেরেছো কি নিজের ঘরে কত সময় থেকেও ঘরের সঠিক বর্ণনা দিতে পারো নি। ক্ষণিকের দেখায় সঠিক বর্ণনা দেওয়া তোমার পক্ষে সম্ভব কি ভালো করে দেখেও বলতে পারি নি সেখানে তুমি বলবে কি। চীৎকার করে বললেও তুমি, কেউ শুনবে না তোমার কথা গাছে ধাক্কা খেতে খেতে ফিরে আসবে তোমার কাছে তোমার কথা।

তোমার কথা তোমার কাছে বারে বারে ফিরে আসবে তোমার দেখা তোমার কাছে তোমারই সাথে থাকবে। ভূত দেখা তোমারই দেখা অন্যের দেখা নয় ভূতের সাথে কথা বলা তোমারই বলা অন্যের বলা নয়। পৃথিবীর কোনো মানুষ সঠিকভাবে দেখেনি ভূত,বলে নি কোনো কথা সঠিকভাবে দেখতো যদি ভয় কাটিয়ে তারাই বলতো নতুন কথা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.