আমাদের কথা খুঁজে নিন

   

আলহামদুলিল্লাহ! টোফেল স্কোর ১১৫/১২০ পেলাম!

Speak no evil, hear no evil, see no evil.

আলহামদুলিল্লাহ! টোফেল স্কোর পেলাম ১১৫ ১২০ এ! রিডিং ২৮, লিসেনিং ৩০, স্পিকিং ২৮, রাইটিং ২৯! আমি খুবই খুশী যে আল্লাহ আমাকে এই সম্মান দিয়েছেন। রিডিং - পুরো প্যাসেজ একবারে তাড়াতাড়ি কিন্তু মনোযোগ দিয়ে পড়েছি। কঠিন প্রশ্ন গুলো উত্তর দেবার সময়ই শুধু প্যাসেজ এ আবার চোখ বুলিয়েছি। সময় খুবই কম থাকে। লিসেনিং - খুব মনোযোগ দিয়ে শোনার সময় বিশেষ বিশেষ প্রয়োজনীয় পয়েন্ট গুলো নোট করেছি।

এটা অবশ্য একদিনে হয়নি। আমি অনেক মুভি দেখি আর ইংরেজী গান শুনি। আমেরিকান উচ্চারনের সাথে চেনাজানা থাকলে এটা অবশ্য বেশ সোজা। স্পিকিং - বেশ আস্তে আস্তে কথা বলতে হবে হেডফোনে যাতে প্রত্যেকটা শব্দ বোঝা যায়। কোনো প্রয়োজনীয় পয়েন্ট বাদ পড়লে কিন্তু হবেই না।

আর সময়ের মধ্যে শেষ করা অতি আবশ্যক। খুবই কম সময় ভাইরে! রাইটিং - ইনট্রোডাকশন এবং কনক্লুশন লিখতে ভুলবেন না। বানান ভুল করা অপরাধ! প্যারা করে লিখবেন এবং প্যারার মধ্যে যেনো ২ স্পেস ফাঁকা থাকে। শব্দচয়নে থকবেন বেশ সজাগ। একটু এডভান্সড ভোকাবুলারি ব্যাবহার করতে পারলে ভালো।

সবশেষ উপদেশ - সময়ের মধ্যে শেষ করুন। ঘাবড়াবেন না। ইটিএস এর টোফেল টেস্ট ডাউনলোড করে পরীক্ষা দিন নিজে নিজে। ভড়কে যাবেন না। একটা শেষ কথা।

টোফেল এ খারাপ করা মানেই আপনি ইংরেজীতে খারাপ তা অবশ্যই নয়। আর ভালো করা মানেই আপনি ইংরেজীতে ভালো তা নয়। আমি শুধু ইটিএস এবং ব্যারনস এর বই পড়েছি। আর হ্যাঁ, সবচে' ভালো সোর্স হচ্ছে ইউ টিউব। ওখানে অনেক জোশ জোশ টিউটোরিয়াল পাবেন! আমি পরীক্ষা দিয়েছি বনানী এ আই ইউ বি তে।

এই লেখাটা আমি ইংরেজীতে একটা ফোরামেও পোস্ট করেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.