আমাদের কথা খুঁজে নিন

   

লাইভ ব্লগিং - ছবিমেলা-৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শিল্পকলা অডিটরিয়াম থেকে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমি যখন শিল্পকলার বড় থিয়েটার হলটাতে ঢুকলাম তখন ছবিমেলা-৫ নিয়ে একটা ডকুমেন্টারী প্রদর্শিত হচ্ছিলো। ঢোকার মুখটাতে জটলা। অন্ধকার হলের ভেতরে বোঝা যাচ্ছিলো না আদৌ কোনো চেয়ার খালি আছে কিনা। আলো জ্বলতে জায়গা পাওয়া গেলো। স্টেজে আমন্ত্রিত অতিথিরা জায়গা নিলেন।

উদ্বোধনী বক্তৃতা দিতে মঞ্চে উঠলেন শহীদুল আলম। ক্যারিশম্যাটিক তার উপস্থিতি সবসময়েই স্পাইসি...ফটোগ্রাফারদের চটজলদি ছবি তুলে সরে যেতে বললেন। সভায় উপস্থিত বিদেশীদের কথা মাথায় রেখে তিনি ইংরেজীতে তার বক্তব্য শুরু করলেন। তিনি বললেন, আমরা এমন একটা সময় বাস করছি যখন একটা শক্তিশালী রাষ্ট্র স্বাধীনতার নাম অন্য একটা দেশকে দখল করে নিচ্ছে। (আমার ল্যাপটপের বেটারি নিভু নিভু)।

ডঃ লুই মারিনো ওকাম্পো, প্রসিকিউটর অব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ভিডিও উপস্থিতিতে জানালেন ফটোগ্রাফারদের ভূমিকার কথা, কিভাবে তারা অপরাধকে তুলে ধরেন। কিভাবে সে ছবি সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। (চার্জ পুরা গন!) সরি গাইজ, নেক্সট টাইম!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.