আমাদের কথা খুঁজে নিন

   

Abort the death with "এন্টি-বান " !!

আমি বাংলাদেশের বাঙ্গাল ।

আজ আপনারদের এমন এক ঘটনা বর্ণনা করিব যাহা জীবন হইতে নেয়া !! এই কাহিনী শুনিয়া আপনারা হয়ত কুসংস্কারাচ্ছন্ন গ্রাম বলিয়া আমার গ্রামকে অপবাদ দিবেন কিন্তু ঘটনা সত্য ! পাশের বাড়ির চাচীর একদিন অকস্ম্যাত ২০ ভরি স্বর্ণের গহনা চুরি হইল । ঘরের সকল বাসিন্দাকেই চাচীর সন্দেহ হইতে লাগিল ! তিনি ঠিক করিলেন তিনি চোরের উদ্দেশ্যে ব্যাং বান মারিবেন । ব্যাঙ বান যাহাকে মারা হয় সে বাহক ব্যাঙের ন্যায় ধুকিয়া ধুকিয়া মরিয়া যায় !! তো চাচী নামকরা এক তান্ত্রিক / ওঝার শরনাপন্ন হইলেন । তান্ত্রিক ১০০০০ টাকার বিনিময়ে বান মারিল ।

বাহক বাহক ব্যাঙটিকে সেই মহা মুল্যবান তাবিজ গেলানো হইল । এই ব্যাঙটিকে কবরে পুতিয়া আসিতে হইবেক । তারপর চোর বেচারাও অই ব্যাঙের মতন ধুকিয়া ধুকিয়া মরিয়া যাইবে! চাচী অই ওঝার কথামত কবরে ব্যাঙ পুতিয়া আসিলেন । ঘরে ফিরিয়া সবাই হতবাক হইয়া গেলেন , না কেহ মারা যায় নাই , হারানো স্বর্ণ পাওয়া গিয়াছে !! চাচীর বিছারানার নিচেই অইগুলা পড়িয়া আছে ! সবাই ভাবিল হায় হায় এখন কি হইবে । অই ব্যাঙের জন্য কে এখন মরিয়া যাইবে ? তাই সবাই মিলে আবার সেই ব্যাঙটিকে কবর হইতে উত্তোলন করিতে গেলেন ( abort the death !! ) ।

কিন্তু সেই গর্ত খুড়িয়া তাহারা হতাশ হইয়া দেখিলেন হারামজাদা ব্যাঙ অইখান হইতে ভাগিয়া গিয়াছে !! সবাই এবার ওঝার কাছে গেলেন , ওঝা সব শুনিয়া কহিল তাহাকে এক লক্ষ টাকা দিতে হইবে তা না হইলে গৃহের যে কোন কেউ মরিয়া যাইবে/ যাওয়ার ব্যবস্থা করা হইবে !! কি সর্বনাশ !! কি আর করা , তাহাকে এক লক্ষ টাকা দিয়া চোরকে "এন্টি-বান" মারা হইল । এবং সবাই বিপদ মুক্ত হইল !! জাতির বিবেকের কাছে প্রশ্নঃ স্বর্ণ কি আসলেই চুরি হইয়াছিল নাকি চোর ব্যাঙের ন্যায় মৃত্যু চায়নাই তাই ফেরত দিয়া গিয়াছে ?????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.