আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিবেশী



রাস্তার দুপাশের সারী সারী ফ্লাট বাড়ি আর সুউচ্চ এ্যাপার্টম্যান্ট ভবনগুলো আকাশটাকে ঢেকে দিতে চায়। ভবনের তুলনায় এই মহানগরীকে মাঝে মাঝে বড্ড ছোট্ট মনে হয়। শহর ছোট্ট আর ভবন অনেক সেই সাথে ব্যস্ত জীবন, ব্যক্তি স্বাধীনতা, একাকীত্ব আর অচেনা অনেক প্রতিবেশী। মাঝে মাঝে মনে হয় যদি সবগুলো ভবনের সবগুলো মানুষ একসাথে রাস্তায় নেমে আসে, জায়গা হবে তো? যদি একেবারে গায়ে গা ঘেঁষে দাঁড়াই, আর শিশুরা সব কোলে পিঠে অথবা কাঁধে, তাহলে? হবে না জায়গা? জায়গা হোক বা না হোক গা ঘেঁষে দাঁড়াতে গিয়ে সেদিন হয়ত প্রথমবারের মত পরিচয় হবে নিকটতম প্রতিবেশীটির সাথে। সেটাওবা কম কিসে? ২৭/৯/২০০৯ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট মিরপুর, ঢাকা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।