আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াটসঅ্যাপ নিয়ে নকিয়ার নতুন মুঠোফোন

হোয়াটসঅ্যাপ বাটনযুক্ত ‘আশা’ সিরিজের একটি মুঠোফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা নকিয়া। হোয়াটসঅ্যাপ মূলত বিনামূল্যের মেসেজিং অ্যাপ্লিকেশন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি ও নকিয়া এর আগে নিজস্ব ব্র্যান্ডের ফেসবুক বাটনযুক্ত স্মার্টফোন বাজারে এনেছিল।
যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, নকিয়ার তৈরি এ হ্যান্ডসেটটির মাধ্যমে এসএমএসের বিকল্প হিসেবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

নকিয়া ‘আশা ২১০’ নামের এ ফোনটির দাম হবে ৭২ মার্কিন ডলার। ২.৪ ইঞ্চি মাপের টাচস্ক্রিন ডিসপ্লেযুক্ত হ্যান্ডসেটটিতে ওয়াই-ফাই সুবিধা রেখেছে নকিয়া।
এদিকে, স্মার্টফোনের জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপকে বর্তমানে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন গবেষকেরা। ২০০৯ সালে সিলিকন ভ্যালিতে হোয়াটস অ্যাপের যাত্রা শুরু। বর্তমানে ২০ কোটির মতো ব্যবহারকারী এ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন।


প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মেসেজিং অ্যাপ্লিকেশন হিসেবে এখনো ফেসবুকের ১০০ কোটি ব্যবহারকারীর মতো বিশাল সম্প্রদায় হোয়াটসঅ্যাপে তৈরি না হলেও উত্তর আমেরিকা ও এশিয়ায় তরুণদের মাঝে দ্রুত বাড়ছে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা।
স্মার্টফোনে সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি সব ধরনের মোবাইল প্ল্যাটফর্মে বার্তা পাঠানোর সুবিধা থাকায় তরুণরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনটির দিকে ঝুঁকে পড়ছেন। আর নকিয়া এ সুযোগটি নিতে চাইছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।